অনেকেই মনে করেন ভিনগ্রহের প্রাণীরা আছে। আবার কেউ কেউ বলেন, ভিনগ্রহের প্রাণীরা আনকি আমাদের সঙ্গে মিশেও থাকতে পারেন। আমরা তাঁদের চিনতে পারবো না। আবার অনেকের মতে ভিনগ্রহের প্রাণীরা কখনই লোকের মধ্যে আসবে না। তারা নজর রাখছে পৃথিবীর ওপর। সত্যিই যদি ভিনগ্রহের প্রাণী থেকে থাকে, তবে তা সত্যিই আতঙ্কের। যেকোনও সময় তারা দখল নিতে পারে পৃথিবীর। তবে অন্য কোন গ্রহে তারা থাকতে পারে? সম্প্রতি ইউএফও-র এক গবেষক স্কট সি ওয়ারিংয়ের কিছু গবেষণা চাঞ্চল্য তৈরি করেছে।
advertisement
আরও পড়ুন: মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করতেই বিপদে পরিবার! ছড়াল মহিলার নগ্ন ছবি! আসছে হুমকি!
তিনি বহুদিন ধরেই এলিয়েনদের নিয়ে রিসার্চ করছিলেন। মঙ্গল গ্রহে এক রহস্য জনক বিষয় লক্ষ্য করেন তিনি। ইজিপ্টের পিরামিডের মতো দেখতে একটি পিরামিড মঙ্গলগ্রহে দেখতে পান তিনি। তাঁর দাবি মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। আর সেখানে এই যে পিরামিডের ছবি তিনি পেয়েছেন তা আসলে ভিনগ্রহের প্রাণীদের কবরস্থান। এই পিরামিডের মতো দেখতে বস্তুতে একটি দরজা রয়েছে। সেই দরজা দেখিয়েই গবেষক প্রশ্ন তুলেছেন, দরজা যখন আছে তাহলে নিশ্চয় এখানে কেউ যাতায়াত করে। তাঁর সন্দেহ ভিনগ্রহের প্রাণীরাই যাতায়াত করে সেখানে। এমনকি পৃথিবীতেও আসতে পারে তারা যেকোনও সময়।