ই-বে তে এই এক টুকরো চিপসের ছবি দিয়ে বিক্রি করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তি ব্রিটেনের বাসিন্দা। মাত্র ১ টা চিপসের দাম এত কেন? তাতে ওই ব্যক্তি যুক্তি দিয়েছেন, এই চিপস নাকি এতটাই দুষ্প্রাপ্য যে এর দাম বহুমূল্য টাকা।
advertisement
আরও পড়ুন: শরীরে জল লাগলেই পুড়ে যায় ত্বক! জল খেতেও পারা যায় না! বিরল রোগে বাড়ছে আতঙ্ক!
কী দিয়ে তৈরি এই চিপস। প্রিঙ্গল চিপসের মধ্যে রয়েছে ক্রিম ও পেঁয়াজের ফ্লেভার। এরকম তো বাজারের আরও দশটা চিপসেও থাকে। তাহলে কেন এত দাম চাইছেন? কেন কেউ কিনবেন এই এক টুকরো চিপস। এই বিষয়টা সামনে আসার পর অনেকেই ওই অনলাইন সংস্থার ওপর প্রশ্ন তুলেছেন। কেন যাচাই না করেই যা খুশি বিক্রির অনুমতি দেওয়া হয় তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে মজার বিষয় হল, অনেকে আবার এই চিপস কিনতেও চেয়েছেন। অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাবে এক টুকরো চিপস। কিন্তু ১ লক্ষ ৯০ হাজারের চিপস কেউ প্রাণে ধরে খেতে পারবেন তো? এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করে লিখেছেন, এই চিপস কেনার পর ফটোফ্রেমে বাঁধিয়ে রেখে ঘর সাজাতে হবে। কারণ এত দামি চিপস গলা দিয়ে নামবে না!