TRENDING:

চার বছর পর কেমন হবে পৃথিবী? টাইম ট্রাভেল করে এসে জানালেন এই ব্যক্তি

Last Updated:

Time Travel by Javier: জেভিয়ার (Javier) নামের ওই ব্যক্তি টাইম ট্রাভেল করেছেন বলে দাবি। জেভিয়ার দাবি করেছেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি আগামী ৬ বছরের পৃথিবী দেখে ফিরে এসেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভবিষ্যতে কী হতে চলেছে তা মানুষ জানে না, সেই জন্যই ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ তার সবচেয়ে বেশি। আগামী বছরগুলিতে কী ঘটতে চলেছে তা আগাম জানা গেলে, সম্ভাব্য সমস্যা মোকাবিলা করার প্রস্তুতিও আগাম সেরে রাখা যায়।
চার বছর পর কেমন হবে পৃথিবী? টাইম ট্রাভেল করে এসে জানালেন এই ব্যক্তি (Representative Image)
চার বছর পর কেমন হবে পৃথিবী? টাইম ট্রাভেল করে এসে জানালেন এই ব্যক্তি (Representative Image)
advertisement

ভারতীয় জ্যোতিষশাস্ত্র দাবি করে, গণনার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া যায়। জ্যোতিষীরা দাবি করেন, গণনার মাধ্যমে তাঁরা মানুষের অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। কিন্তু এই বিষয়ে বিজ্ঞানীরা একমত নন।

সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন, তিনি আগামী ৪ বছরে কী ঘটতে চলেছে, তা দেখে ফিরে এসেছেন। আগামী ৪ বছরে পৃথিবীর চেহারা ঠিক কেমন হয়ে যাবে, তার একটা ধারণা তিনি দিচ্ছেন। ওই ব্যক্তি যা দাবি করেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর। অনেকের পক্ষেই তা মেনে নেওয়া প্রায় অসম্ভব।

advertisement

আরও পড়ুন– কেবিসি-তে ৫ কোটি টাকা জিতে রেকর্ড গড়ার পরেও অভাবেই কেটেছে দিন; দাবি বিহারের সুশীল কুমারের

সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে বিশ্ব কেমন হবে, তার ছবি তুলে ধরেছেন ওই ব্যক্তি। তবে সেই আগামীর চিত্র খুবই ভয়ঙ্কর। জেভিয়ার (Javier) নামের ওই ব্যক্তি টাইম ট্রাভেল করেছেন বলে দাবি। জেভিয়ার দাবি করেছেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি আগামী ৬ বছরের পৃথিবী দেখে ফিরে এসেছেন। তিনি দেখছেন, তিনি ছাড়া পৃথিবীতে আর কোনও মানুষ নেই। শুধু বড় বড় দালান আছে। জেভিয়ার না কি ইতালিতে রোমের কলোসিয়ামের মতো অনেক জায়গায় গিয়েছিলেন। সাধারণত সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু তিনি সেখানে কাউকে দেখতে পাননি। গোটা পৃথিবীতে একমাত্র তিনিই ছিলেন। শুধু দাবি নয়, জেভিয়ার এই সব জায়গাগুলির ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে এই প্রথম নয়, ২০২১ সালেও ঠিক একই রকম দাবি করেছিলেন জেভিয়ার।

advertisement

আরও পড়ুন– টেক্সট মেসেজে অনেকগুলো প্রশ্নচিহ্ন বসান? এখনই আপনার যা জানা দরকার…

টিকটকে শেয়ার করা ২১ সেকেন্ডের একটি ভিডিওতে জেভিয়ার দেখিয়েছেন একটি বহুতল থেকে নীচের দিকে তাকালে কেমন লাগে। বহুতল ভবনের ছাদ থেকে রেকর্ড করা দৃশ্যে দেখা যাচ্ছে চারদিকে আকাশচুম্বী প্রাসাদ। কিন্তু কোথাও মানুষের চিহ্নমাত্র নেই। তবে রাস্তায় কিছু যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, তাও জনশূন্য। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, আমার নাম জেভিয়ার এবং আমি পৃথিবীতে একা।

advertisement

জেভিয়ার কি শেষ জীবিত মানুষ?

এমন দাবির বিরুদ্ধে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন নেটমাধ্যমের বাসিন্দারা। তার জবাবে জেভিয়ার টিকটকে আরও একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিও ক্লিপে তাঁকে ঘড়ি নিয়ে খালি রাস্তার দিকে তাকাতে দেখা যায়। যানবাহনগুলো রাস্তার পাশে দাঁড় করানো। কোথাও কোনও যানজটের চিহ্ন নেই। একেবারে খাঁ-খাঁ করছে শহর। রাত ৮টা ০৯ মিনিট নাগাদই পুরোপুরি জনশূন্য হয়ে গিয়েছে পৃথিবী। আবার দিনের বেলা রোম ঘুরেও কোনও মানুষের সন্ধান পাননি তিনি, এমনই দাবি করেছেন জেভিয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চার বছর পর কেমন হবে পৃথিবী? টাইম ট্রাভেল করে এসে জানালেন এই ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল