নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পার্থে বসবাসকারী মার্কাস ও মিশেল তাদের দুই মেয়েকে নিয়ে একটি ইতালীয় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন। এসময় তিনি তার মেয়েদের জন্য ক্র্যানবেরি জুসের অর্ডার দেন। কিছুক্ষণ পর, টেবিলে ক্র্যানবেরি জুস এল। যাই হোক, তার মেয়েরা রস খাওয়ার সঙ্গে সঙ্গে থুতু করে ফেলে দেন এবং বলেন যে এটি খুব তেতো। প্রথমে দম্পতি তাঁদের নিজেদের মেয়েদের বকাঝকা করলেও যখন দম্পতি নিজেরাই জুস পান করার চেষ্টা করেন, তখন তারা হতবাক হয়ে যায়। রসটা সত্যিই ভীষণ।
advertisement
এরপর দম্পতি তৎক্ষণাৎ রেস্টুরেন্টের কর্মীদের জিজ্ঞেস করেন কোথা থেকে এই জুস নিয়েছেন। এ নিয়ে সেখানে উপস্থিত কর্মচারীরা অজুহাত দেখান হয়ত এই ক্র্যানবেরি জুসটি পুরনো, কিন্তু বিরোধ বাড়তে দেখে ফ্রিজ থেকে একটি বোতল বের করেন তিনি। এটা দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন দম্পতি। আসলে এই বোতলটি ছিল মশা ও পোকামাকড় মারার ওষুধ। এটা দেখে রেস্তোরাঁয় হৈচৈ পড়ে যায় এবং দম্পতি তড়িঘড়ি করে তাদের মেয়েদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। এই পানীয় পান করার পর মেয়েদের মাথাব্যথা, পেটে জ্বালাপোড়া এবং হাতে পায়ে শিহরণ শুরু হয়। চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে।