TRENDING:

Viral News: ৭ সন্তানের বাবা-মা আরেক সন্তান চেয়েছিলেন, হাসপাতালে অস্ত্রোপচারের পর চোখ কপালে সকলের! একসঙ্গে আরও ৫

Last Updated:

Viral News: সব মিলিয়ে এই মুহূর্তে ১২ জন সন্তানের বাবা-মা তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোল্যান্ড: সাত সন্তানের বাবা-মা ফের একবার অভিভাবক-অভিভাবিকা হতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের পর হতবাক সকলে। কারণ তাঁদের একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে বলে খবর। সব মিলিয়ে এই মুহূর্তে ১২ জন সন্তানের বাবা-মা তাঁরা। মিরর ইউকে-র একটি রিপোর্ট অনুযায়ী এই দম্পতি হল ভিন্স ক্লার্ক ও ডমিনিকা। তাঁরা পোল্যান্ডের বাসিন্দা।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম (প্রতীকী ছবি)
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম (প্রতীকী ছবি)
advertisement

এর আগে তাঁদের দু'বার যমজ সন্তানের জন্ম হয়েছে অ্যান্তোনিত্তে ও জিগি যাদের বয়স এখন ৭ এবং শার্লট ও আলেক্সান্ডার যাদের বয়স ৪। এর সঙ্গে তাঁরা ১০ বছরের এলিয়ট, ১২ বছরের ফিলিপ ও ১০ মাসের গ্রেসের মা-বাবা। গত রবিবার, ১২ ফেব্রুয়ারি ফের ওই দম্পতির একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। সব মিলিয়ে তাঁরা ১২ সন্তানের বাবা-মা।

advertisement

আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!

সদ্যোজাতদের মধ্যে তিন জন মেয়ে ও দুই ছেলের জন্ম হয়েছে। ক্রাকোর ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম হয়েছে সন্তানদের। পেশায় গণিতের অধ্যাপক মা মিরাকল করে ফেলেছেন বলেই উল্লেখ করেছেন হাসপাতাল কর্মীরা। পাঁচ শিশুই সি সেকশনের মাধ্যমে জন্ম নিয়েছে। প্রথমে শ্বাসের কিছু সমস্যা ছিল সদ্যোজাতদের। এখন প্রত্যেকেই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই তাঁদের সকলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: ডিম আমিষ নাকি নিরামিষ কখনও ভেবে দেখেছেন? উত্তর জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে এই দম্পতি ইংল্যান্ডে থাকতেন। গত ১৩ বছর ধরে তাঁরা পোল্যান্ডে রয়েছেন। পাঁচ সন্তানের জন্ম দিয়ে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন আরেক সন্তানের জন্ম হবে তাঁদের। কিন্তু একসঙ্গে পাঁচজন জন্মাবে তা ভাবতেও পারেননি তাঁরা। সন্তানদের বাবা ৫৫ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বাকি সন্তানরাও সদ্যোজাতদের নিয়ে খুব খুশি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৭ সন্তানের বাবা-মা আরেক সন্তান চেয়েছিলেন, হাসপাতালে অস্ত্রোপচারের পর চোখ কপালে সকলের! একসঙ্গে আরও ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল