এর আগে তাঁদের দু'বার যমজ সন্তানের জন্ম হয়েছে অ্যান্তোনিত্তে ও জিগি যাদের বয়স এখন ৭ এবং শার্লট ও আলেক্সান্ডার যাদের বয়স ৪। এর সঙ্গে তাঁরা ১০ বছরের এলিয়ট, ১২ বছরের ফিলিপ ও ১০ মাসের গ্রেসের মা-বাবা। গত রবিবার, ১২ ফেব্রুয়ারি ফের ওই দম্পতির একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। সব মিলিয়ে তাঁরা ১২ সন্তানের বাবা-মা।
advertisement
আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!
সদ্যোজাতদের মধ্যে তিন জন মেয়ে ও দুই ছেলের জন্ম হয়েছে। ক্রাকোর ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম হয়েছে সন্তানদের। পেশায় গণিতের অধ্যাপক মা মিরাকল করে ফেলেছেন বলেই উল্লেখ করেছেন হাসপাতাল কর্মীরা। পাঁচ শিশুই সি সেকশনের মাধ্যমে জন্ম নিয়েছে। প্রথমে শ্বাসের কিছু সমস্যা ছিল সদ্যোজাতদের। এখন প্রত্যেকেই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই তাঁদের সকলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ডিম আমিষ নাকি নিরামিষ কখনও ভেবে দেখেছেন? উত্তর জানলে চমকে যাবেন
এর আগে এই দম্পতি ইংল্যান্ডে থাকতেন। গত ১৩ বছর ধরে তাঁরা পোল্যান্ডে রয়েছেন। পাঁচ সন্তানের জন্ম দিয়ে ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন আরেক সন্তানের জন্ম হবে তাঁদের। কিন্তু একসঙ্গে পাঁচজন জন্মাবে তা ভাবতেও পারেননি তাঁরা। সন্তানদের বাবা ৫৫ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বাকি সন্তানরাও সদ্যোজাতদের নিয়ে খুব খুশি।