ব্রিটেনের এসেক্সের বাসিন্দা ক্লেয়ার মাফেট-রিসি। দুই ছেলে জ্যাক ও ম্যাক্সকে নিয়ে স্বামী স্কটের সঙ্গে বাস তাঁর। মস্তিষ্কে প্রদাহ বা এনসেফ্যালাইটিস নিয়ে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি (Viral News)। যার জেরে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ২০ বছরের স্মৃতি হারিয়েছেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি বিশ্ব এনসেফ্যালাইটিস দিবস হিসেবে নিজের স্বামীর সঙ্গে একটি টেলিভিশন শো-তে উপস্থিত হয়েছিলেন ক্লেয়ার। সেখানেই নিজের জীবনের কথা শোনান তিনি।
advertisement
আরও পড়ুন: সুপারমার্কেটে রাখা খাবারে সিরিঞ্জ ঢুকিয়ে নিজের রক্ত ভরছেন যুবক, আজব ঘটনায় চাঞ্চল্য!
স্কট জানিয়েছেন, সকাল থেকে হাঁচি শুরু হওয়ার পরই ওইদিন হাসপাতালে যান ক্লেয়ার (Viral News)। তিনি বলেছেন, 'আমাদের ছোট ছেলে ম্যাক্সের থেকে ক্লেয়ারের সর্দি-কাশি হল। আগে ম্যাক্সের হয়েছিল। প্রায় ২ সপ্তাহ ধরে ভুগেছিল ক্লেয়ার। তার পরেই পরিস্থিতি খারাপ হতে শুরু করল, এবং শেষে ভয়াবহ হয়ে উঠল। এর পর ফাদার্স ডে-র রাতে সেই যে বিছানায় গেল, পরদিন থেকে আমি আর ওকে তুলতে পারলাম না।'
লন্ডনের রয়্যাল হাসপাতালে ভেন্টিলেটরে দীর্ঘদিন ছিলেন ক্লেয়ার। প্রথমে ভাবা হয়েছিল মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে এমন ঘটনা ঘটেছে। পরে পরীক্ষার মাধ্যমে জানা যায়, এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত হয়ে এমন অবস্থা হয়েছে তাঁর। ভাইরাল সংক্রমণের ফলে মস্তিষ্কে সাধারণত যে প্রদাহ হয়, তার থেকেই এটি হয়। সাধারণ জ্বরের মতোই এর উপসর্গ, কিন্তু জীবন কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে এই রোগের।