সম্প্রতি এমনই নতুন পণ্য বাজারে এসেছে যেখানে মেয়েরা নেলপলিশ প্রিন্টিং মেশিনের সাহায্যে খুব সহজেই নখে হরেক নেল আর্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট টেক এক্সপ্রেস থেকে প্রায়ই নানা ধরনের টেকনোলজি সম্পর্কিত আকর্ষণীয় ভিডিও শেয়ার করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যাতে একটি চমৎকার মেশিন দেখানো হয়েছে।
advertisement
আরও পড়ুন- দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন
এই মেশিনটির সাহায্যে খুব সহজেই আঙুলে নেলপালিশ লাগানো সম্ভব। আঙ্গুলের জন্য নেলপালিশের শেড বাছাই করা, আঙুলে লাগানো সবই সময় সাপেক্ষ। তার ওপর যাঁরা একই সঙ্গে বিভিন্ন শেড ব্যবহার করেন তাঁদের জন্য সমস্যা আরও বেশি।
এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে নেলপলিশ প্রিন্টিং মেশিন। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা মেশিনের ভিতরে তাঁর আঙুলটি ঢুকিয়ে পাশের স্ক্রিনে একটি অ্যাপের মাধ্যমে তাঁর নখের পলিশ ডিজাইন পছন্দ করছেন। ডিজাইন পছন্দ করার পরে ওই ডিজাইনের একটি প্রিন্টিং প্রিভিউ দেখানো হল। এর পর নির্দিষ্ট বোতামে ক্লিক করার পরে নখে পছন্দসই নেলপলিশ ডিজাইন প্রিন্ট হয়ে গেল, যা মহিলা মেশিনের ভিতর থেকে আঙুল বের করে এনে দেখালেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই অসংখ্য মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিওটি ৫ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে তাঁদের মতামতও দিয়েছেন। অনেক মহিলারাই এই প্রডাক্টটি পছন্দ করেছেন। অনেকে এর দাম কত বা কোথা থেকে সংগ্রহ করা যাবে তাও জানতে চেয়েছেন।
আরও পড়ুন- ৬২০০ কোটি টাকার ঋণখেলাপি মামলার শাস্তি, বিজয় মালিয়ার ৪ মাসের জেল, ২ হাজার জরিমানা!
তবে অনেকেই কিন্তু বিরূপ মন্তব্যও করেছেন। বিশেষ করে কেউ কেউ বলেছেন এই প্রযুক্তির কারণে ধীরে ধীরে অনেক মানুষ তাঁদের জীবিকা থেকে আয় করতে পারছেন না, অনেকেই কাজ হারাচ্ছেন। আবার অনেকে টেকনোলজির তারিখ করে বলেছেন, ‘সত্যি! ক্রিয়েটিভ না হলে এমন পণ্য তৈরি করা যায় না।’