TRENDING:

OMG ! কী কাণ্ড ! ৮৮ লক্ষ টাকা খরচ করে নিজের উচ্চতা ৭ ইঞ্চি বাড়ালেন এই ব্যক্তি

Last Updated:

Man spends Rs 88 lakh to increase his height: এমনিতেই ৬ ফুট লম্বা, সুপুরুষও, তাও কেন অপারেশন করে আরও ৭ ইঞ্চি উচ্চতা বাড়ালেন সাঞ্চেজ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাম ব্রায়ান সাঞ্চেজ। বয়স ৩৩ বছর। পেশায় বডিবিল্ডার। উচ্চতা ৬ ফুট। নিবাস জর্জিয়া, ইউনাইটেড স্টেটস। এই সব তথ্য তুলে ধরেছে ইউএস সান সংবাদমাধ্যম। সেই সঙ্গে এটাও উল্লেখ করতে ভোলেনি যে জীবনে প্রায় সব কিছুই অন্যের হিংসার কারণের মতো হওয়া সত্ত্বেও মনে সুখ ছিল না সাঞ্চেজের। সর্বক্ষণ একটা খুঁতখুঁতুনি যেন তাড়া করে বেড়াত তাঁকে। সেই জন্যই না ৮৮ লক্ষ টাকা খরচ করলেন সাঞ্চেজ স্রেফ ৭ ইঞ্চির পিছনে!
এমনিতেই ৬ ফুট লম্বা, সুপুরুষও, তাও কেন অপারেশন করে আরও ৭ ইঞ্চি উচ্চতা বাড়ালেন সানচেজ?
এমনিতেই ৬ ফুট লম্বা, সুপুরুষও, তাও কেন অপারেশন করে আরও ৭ ইঞ্চি উচ্চতা বাড়ালেন সানচেজ?
advertisement

অন্যদের শুনে মজা লাগলেও সাঞ্চেজের কাছে বিষয়টা রীতিমতো গুরুতর। সুপুরুষ এই বডিবিল্ডার নিজের শারীরিক গঠন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তাঁর সব সময়ে মনে কী একটা যেন ঠিক নেই, কী কটা যেন মানানসই নয়। অবশেষে নিজের শ্যালকের সঙ্গে শারীরিক উচ্চতা এবং গঠন তুলনা করে তিনি বুঝতে পারেন সমস্যাটা কোথায়। সাঞ্চেজ জানিয়েছেন যে তাঁর শরীরের উর্ধ্বাঙ্গ দৈর্ঘ্যে বেশি নিম্নাঙ্গের চেয়ে। সহজ করে বললে পা দুটো ছোট। এই কথাটা বুঝতে পারার পরেই তিনি ঠিক করে ফেলেন যেমন করেই হোক- শরীরকে নিজের পছন্দমতো নিখুঁত আকারে নিয়ে আসতে হবে।

advertisement

আরও পড়ুন– সারি সারি ৯৭৫-এর ভিড়ে লুকিয়ে রয়েছে ৯৭৩! মাত্র ৩ সেকেন্ডে তা খুঁজে বার করার জন্য চাই বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি

এখন এক্সারসাইজ করে যে আর এই সমস্যার সমাধান হবে না, সে তো বিলক্ষণ জানেন আমাদের মতো সাঞ্চেজও। ফলে তিনি বেছে নিলেন অস্ত্রোপচারের দুরূহ পথ। ঠিক করলেন অপারেশন করে পা দুটো বড় করবেন ৭ ইঞ্চি। এর জন্য তিনি দ্বারস্থ হলেন তুরস্কের লাইভ লাইফ টলার ক্লিনিকের। সেখানে প্রথম দফার অপারেশনে টিবিয়া এবং ফিবুলা খুলে হাড়ের ভিতর একটা রড বসানো হল, তা আটকে দেওয়া হল স্ক্র দিয়ে। এটা ২০২২ সালের ডিসেম্বর মাসের ঘটনা।

advertisement

আরও পড়ুন– ডায়েটে যোগ করতে হবে এই ৫ ফল, স্টোন হওয়ার সম্ভাবনা কম; এমনকী প্রতিরোধ হবে কিডনির নানা সমস্যাও

পরের ধাপে হাড়গুলোকে জোড়ার জন্য ব্যবহার করা ফিক্সেটর। এর জন্যও কাটা জায়গাটা নতুন করে খোলার দরকার হয়েছিল। পোস্ট-অপারেটিভ পিরিয়ডে একটা বোল্ট রোটেট করতে হত ফিক্সেটরের ওপরে। অসহ্য যন্ত্রণা হলেও তা এক রকম হাসিমুখে করে চলেছিলেন সাঞ্চেজ।

advertisement

দ্বিতীয় অপারেশনটা হয় চলতি বছরের মার্চে, ফিমার লম্বা করার জন্য। প্রথমটা তুলনামূলক ভাবে কম হলেও দ্বিতীয় অপারেশনটার খ্যচ ছিল অনেকটাই বেশি- ৫৭.৫ লক্ষ টাকা। তবে এক্ষেত্রে পোস্ট-অপারেটিভ পিরিয়ডে আগেরবারের মতো যন্ত্রণা সহ্য করতে হয়নি, এই যা রক্ষে!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদের যা-ই মনে হোক, সানচেজ জানিয়েছেন যে এই ব্যয়ভার এবং যন্ত্রণাভার কোনওটাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। গল্পটা একেবারেই তাই সব ভাল যার শেষ ভাল- এখন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা নিয়ে সুখে আছেন সানচেজ, গ্ল্যামারও যেন ঝরে পড়ছে!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
OMG ! কী কাণ্ড ! ৮৮ লক্ষ টাকা খরচ করে নিজের উচ্চতা ৭ ইঞ্চি বাড়ালেন এই ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল