TRENDING:

Man Flirt With 85 Girls: এক দুই নয় একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে বয়ফ্রেন্ড! জানতে পেরে প্রেমিকা করলেন বেনজির এই কাজ

Last Updated:

Man Flirt With 85 Girls|Man Flirt With 85 Girls In Us|US Man Flirt With 85 Girls|Dating App|Girlfriend Revealed Boyfriend Cheat: বয়ফ্রেন্ড একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে দেখে যা করলেন গার্লফ্রেন্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: বিভিন্ন ধরনের মানুষের বসবাস আমাদেরই চারিপাশে কাউকে চেনা যায়না কাউকে জানা যায়না ৷ তবে এমন মানুষ আছেন যাঁদের মধ্যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে ৷ তবে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে ৷ সুদূর আমেরিকার এক ব্যক্তির এমনই কাজ করেছেন যিনি একসঙ্গে এক নয় দুই নয় ৮৫ জন মহিলার সঙ্গে ফ্লার্ট করেন ৷ প্রথমে ওই যুবকের একজন গার্লফ্রেন্ড ছিল তবুও অন্য মেয়েদের সঙ্গে চরম ঘনিষ্ঠ ছিলেন ৷
প্রতীকী ছবি {
প্রতীকী ছবি {
advertisement

আরও পড়ুন: Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

এই বিষয় নিয়ে ওই যুবকেরা গার্লফ্রেন্ডই খোলসা করেছেন ৷ তিনি জানিয়েছেন যাঁর বয়ফ্রেন্ড একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একটি মেসেজ ৮৫ জন মহিলাকে পাঠিয়েছিলেন ৷ যদিও মেয়েদের পক্ষ থেকে কোনও উত্তর আসতনা ৷ দ্য সানের একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে বয়ফ্রেন্ডের এমন স্বভাবের কথা যিনি প্রকাশ্যে এনেছেন তাঁর নাম টোরি ৷ টোরি তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে লিখেছেন ৷ তাঁর প্রেমিকের মোবাইলে একটি ডেটিং অ্যাপ দেখেছিলেন ৷ তাঁর পরেই বয়ফ্রেন্ডের আসল রূপ পৃথিবীর সামনে আসার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন ৷

advertisement

আরও পড়ুন: Viral News: এই পার্কে ঢুকতে গেলে জামা কাপড় খুলে উলঙ্গ হতে হয়! আরও আছে হাজার নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি বয়ফ্রেন্ডের ডেটিং অ্যাপ ওপেন করে দেখেন তাঁর বয়ফ্রেন্ড অন্য মেয়েদের মেসেজ করছেন ৷ কমপক্ষে ৮৫ জন মহিলাকে একই মেসেজ পাঠিয়েছিলেন প্রতিটি মেসেজেই হাই লেখা ছিল ৷ তবে সব থেকে বড় বিষয় এটাই যে কেউ তাঁকে মেসেজের উত্তর দেননি ৷ তাঁর মন ভেঙে যায় যখন তিনি দেখেন যে তাঁর বয়ফ্রেন্ড অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে বিশেষ ভাবে আগ্রহ প্রকাশ করেন ৷ ওই মহিলা জানিয়েছেন যে তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ঠকাতে চেয়েও সফল হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Flirt With 85 Girls: এক দুই নয় একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে বয়ফ্রেন্ড! জানতে পেরে প্রেমিকা করলেন বেনজির এই কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল