TRENDING:

Viral News: আগ্রার মাঠে আছড়ে পড়ল মিগ ২৯, পাইলটকে সাহায্যের জন্য ছুটে গেলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

Last Updated:

ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জানানো হয়েছে, মিগ ২৯ ফাইটার জেটটি পঞ্জাবের আদমপুর থেকে মহড়ার জন্য আগ্রায় যাচ্ছিল। কিন্তু হঠাতই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগ্রা: প্যারাসুটে নামছেন বায়ুসেনার পাইলট। মাঠে মুখ থুবড়ে পড়ছে মিগ ২৯। আগুন ধরে গিয়েছে ফাইটার জেটে। তবে নিরাপদে বেরিয়ে এসেছেন তিনি। দূর থেকে এই দৃশ্য দেখে পাইলটকে সাহায্যের জন্য ছুটে গেলেন গ্রামবাসীরা। উত্তর প্রদেশের আগ্রার এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বায়ুসেনার পাইলট
বায়ুসেনার পাইলট
advertisement

আরও পড়ুনঃ দিল্লিতে পশু চিকিৎসকদের চেম্বারে লম্বা লাইন…হঠাৎ কী হল? কারণ জানলে চোখ কপালে

ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জানানো হয়েছে, মিগ ২৯ ফাইটার জেটটি পঞ্জাবের আদমপুর থেকে মহড়ার জন্য আগ্রায় যাচ্ছিল। কিন্তু হঠাতই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে বিমানটিকে এমনভাবে চালিয়েছিলেন করেন, যাতে মাটিতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়।

advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্যারাসুটে ঝুলছেন বায়ুসেনার পাইলট। আর “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করতে করতে তাঁর দিকে ছুটে যাচ্ছেন গ্রামবাসীরা। এরপর ধীরে ধীরে খোলা অবতরণ করেন। পাইলটের হাত ধরে টেনে তোলেন স্থানীয়রা। পিঠ থেকে প্যারাসুটের ব্যাগ খুলতে সাহায্য করেন। পাইলট হাতের ইশারায় বোঝান, তিনি ঠিক আছেন। এক স্থানীয় বাসিন্দা চিৎকার করে বলতে থাকেন, “আমাদের সেনা ঠিক আছেন।” পাইলটের খুব একটা আঘাত লাগেনি বলেই ভিডিও দেখে মনে হচ্ছে। এরপরই স্থানীয়রা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যান।

advertisement

ঘটনার আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, জেটটি মাটিতে পড়ার আগে টেইলস্পিনে ঢুকে যায়। শেষে আগ্রার জনবসতি মাঠে আছড়ে পড়ে। কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আইএএফ-এর তরফে লেখা হয়েছে, “নিরাপদে বের হওয়ার আগে পাইলট বিমানটিকে এমনভাবে চালান যাতে মাটিতে পড়ার সময় জীবন বা সম্পত্তির ক্ষতি না হয়। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুনঃ টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের, পলাতক দুই অভিযুক্ত!

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর একই ঘটনা ঘটেছিল রাজস্থানের বারমারে। প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি মিগ ২৯ ফাইটার জেটে আগুন ধরে গিয়েছিল। সেটাও আছড়ে পড়েছিল জনবসতিহীন ফাঁকা জায়গায়। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জানানো হয়েছিল, বারমার সেক্টরে এয়ারফোর্সের ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। তবে নিরাপদে অবতরণ করেছেন পাইলট। কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছিল বায়ুসেনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, মিগ ২৯ ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার ডিফেন্স ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম। ১৯৭০-এর দশকে এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট হিসাবে এগুলো তৈরি করেছিল রাশিয়ার মিকোইয়ান ডিজাইন ব্যুরো।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: আগ্রার মাঠে আছড়ে পড়ল মিগ ২৯, পাইলটকে সাহায্যের জন্য ছুটে গেলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল