TRENDING:

Viral News: হঠাৎ বিয়ে বাতিল! বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক

Last Updated:

Viral News: গুরুগ্রামের এক যুবকের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হল নয়া ভাইরাল গল্প। হানিমুনের জন্য আগেই সিউল যাওয়ার দুটি টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক আগে তরুণী সিদ্ধান্ত বদলে যাওয়ায় গোটা পরিকল্পনায় জোয়ার এল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: গুরুগ্রামের এক যুবকের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হল নয়া ভাইরাল গল্প। হানিমুনের জন্য আগেই সিউল যাওয়ার দুটি টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক আগে তরুণী সিদ্ধান্ত বদলে যাওয়ায় গোটা পরিকল্পনায় জোয়ার এল। আর সেই কারণেই রেডিটে পোস্ট করে টিকিট দু’টি ফ্রি দিয়ে দেওয়ার ঘোষণা করেন যুবক।
বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
advertisement

এক রেডিট ব্যবহারকারী জানান, বেশ কয়েক মাস আগে তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল। পরিবার-পরিজন ঠিক করে ফেলেছিলেন বিয়ের দিনক্ষণও। সেই অনুযায়ী হানিমুনের জন্য দক্ষিণ কোরিয়ার সিউল যাওয়ার প্লেন টিকিট কেনেন তিনি, বিশেষ ছাড় পাওয়ার সুযোগে।

আরও পড়ুনঃ হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি

advertisement

কিন্তু ককটেল পার্টির দিন আচমকাই তাঁর হবু স্ত্রী “ওপেন ম্যারেজ”-এর কথা তোলেন। বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তি তৈরি হয় দুই পরিবারের মধ্যে। শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়।

এরপরই যুবক রেডিটে লিখে দেন—“আপনার নাম যদি আশিস গুপ্তা হয়, তাহলে সিউল যাওয়ার দুইটি ফ্রি টিকিট পেয়ে যেতে পারেন! চাইলে আপনার বান্ধবী বা বন্ধুকেও নিয়ে যেতে পারেন—যদি তাঁর নাম হয় রাশি!”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ তে ৯৩! স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় রাজ্যে নজির গড়ল বসিরহাট পৌরসভা, কেন্দ্র দিল বড় স্বীকৃতি
আরও দেখুন

এই বিচিত্র রসিকতা এবং বেদনামিশ্রিত পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকে পরামর্শ দেন, টিকিট কাউকে না দিয়ে নিজেই যেন ভ্রমণে বেরিয়ে পড়েন—মন ভাল করতে। আবার অনেকে লেখেন, ব্যক্তিগত সম্পর্কের এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া আজকের যুগের বাস্তব চিত্র।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হঠাৎ বিয়ে বাতিল! বিদেশে হানিমুনের দুই টিকিট ফ্রি দিচ্ছেন গুরুগ্রামের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল