বিজয়া কুলকার্নি নামের ওই ৩২ বছর বয়সী মহিলা অম্বরনাথের গঙ্গাগিরি অ্যাপার্টমেন্টে তাঁর স্বামী এবং শাশুড়ির সঙ্গে থাকেন। বিজয়ার শাশুড়ি বৃষলী কুলকার্নি (৬০ বছর) সম্প্রতি তাঁর পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিবাজিনগর থানার পুলিশ আধিকারিকদের মতে, এঁরা প্রায়ই নানা তুচ্ছ বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মারামারি, ঝগড়াঝাটি করেন। একে অপরের মতের বিরুদ্ধে গিয়ে কাজ করা নিয়ে এঁদের মধ্যে প্রায়ই অশান্তি হয়।
advertisement
আরও পড়ুন- হাওড়া স্টেশনে চালু ফুড প্লাজা, সুবিধা যাত্রীদের
বৃষলী তাঁর অভিযোগে জানিয়েছেন, গণেশোৎসবের শুরুর দিন থেকেই টিভি দেখার জন্য পুত্রবধূর সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। বৃষলী দেবী বলেন যে, তাঁর পুত্রবধূ বিজয়া যখন পূজা শুরু করেন তখন টিভি চালু ছিল। সোমবার সন্ধ্যায়, বিজয়া তাঁর পূজা শেষ করার পরে, টিভির সামনে এসে বসেন। তার পর শাশুড়ি বৃষলী দেবী পূজায় বসেন। টিভির শব্দে বার বার তিনি বিরক্ত হচ্ছিলেন, তাই তিনি গিয়ে বিজয়ার হাত থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দেন।
বৃষলী দেবী টিভি বন্ধ করে দিতেই তাঁর পুত্রবধূ আবার টিভি চালু করেন। এভাবে তৃতীয়বার বৃষলী দেবী যখন রিমোট নিতে আসেন, তখন বিজয়া দেবী তাঁর হাত ধরে আঙুলে কামড়ে দেন। বিজয়ার স্বামী হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাঁর সঙ্গেও কথা কাটাকাটি, ধ্বস্তাধ্বস্তি হয়। শাশুড়ি ও স্বামীকে তিনি অকথ্য ভাষায় গালাগালিও দেন বলে অভিযোগ। এর পর বৃষলী থানায় পৌঁছে পুত্রবধূর বিরুদ্ধে কামড়ে দেওয়া ও নির্যাতনের মামলা করেন। পুলিশ জানিয়েছে যে আইপিসি ধারা ৩২৪-এর অধীনে পুত্রবধূর বিরুদ্ধে একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।