TRENDING:

Viral News: মেয়ের চাকরির প্রথম দিন, বসের চিঠি দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাবা! কী লেখা ছিল তাতে?

Last Updated:

Viral Letter from Boss in Office: সমস্যা তৈরি হল যখন তিনি মেয়ের কাছ থেকে চাকরির প্রথম দিনেই বসের দেওয়া এক অদ্ভুত চিঠি দেখতে পেলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করনাল: নতুন কর্মচারীর কাছে বসের চিঠি আসার বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও আদৌ তা নয়। সাধারণত কলেজ শেষ হওয়ার পর একজন মানুষ যখন প্রথম চাকরিতে ঢোকে, তখন তার মনে নানা ধরনের প্রশ্ন থাকে। এমতাবস্থায় অফিসের পরিবেশ ভালো থাকলে কর্মচারীরা দ্রুত অ্যাডজাস্ট করে নেয় (Viral News)।
Representative Image
Representative Image
advertisement

লেখাপড়া করে সন্তানদের নিজের পায়ে দাঁড় করানোই বাবা-মায়ের সবচেয়ে বড় সুখ। নিউজিল্যান্ডে বসবাসকারী এ রকমই একজন বাবা তাঁর মেয়ের প্রথম চাকরিতে যোগ দেওয়ায় যারপরনাই খুশি হয়েছিলেন। কিন্তু সমস্যা তৈরি হল যখন তিনি মেয়ের কাছ থেকে চাকরির প্রথম দিনেই বসের দেওয়া এক অদ্ভুত চিঠি দেখতে পেলেন।

চিঠিটি দেখে ক্রুদ্ধ বাবা @essjax নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবার সামনে তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে তাঁর মেয়ে চাকরির প্রথম দিনেই এটি পেয়েছে। কী ছিল সেই চিঠিতে?

advertisement

আরও পড়ুন-Viral Video: বদ নসিব! ফরচুনার গাড়ি না পেয়ে বিয়ে থেকে উঠে পড়ে বিপাকে বর

মেয়েটির বাবা সোশ্যাল মিডিয়ায় যে চিঠি শেয়ার করেছেন তাতে মোট ১১টি পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে লেখা রয়েছে-

জীবন ন্যায়সঙ্গত নয়, এর জন্য প্রস্তুত থাকুন।

পৃথিবী আপনার আত্মসম্মান নিয়ে ভাবে না। আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করার আগেও আপনার উপর কিছু প্রত্যাশা রয়েছে।

advertisement

আপনি স্কুল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কোটি টাকার চাকরি পাবেন না। আপনাকে গাড়ি ও ফোন দিয়ে ভাইস প্রেসিডেন্ট বানানো হয় না।

আপনি যদি মনে করেন শিক্ষক কঠোর তাহলে আপনার উচিত বসের জন্য অপেক্ষা করা।

বার্গার ফ্লিপ করার কাজকে অসম্মান করবেন না। আপনার পূর্বপুরুষেরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখতেন।

আপনি যদি ভুল করেন তবে তা আপনার পিতামাতার দোষ নয়। আপনি নিজে থেকেই এটি শিখেছেন।

advertisement

আপনার জন্মের আগে আপনার বাবা-মা এত বিরক্তিকর ছিলেন না। দায়িত্ব নেওয়ার পর তাঁরা এমন হয়ে যান।

স্কুলে জেতা এবং হারের মধ্যে পার্থক্য যাই হোক না কেন, এটির মূল্য জীবনে চলার পথে রয়েছে।

জীবনের কোন সেমিস্টার নেই এবং এখানে কেউ আপনাকে সাহায্য করতে আগ্রহী নয়।

আরও পড়ুন- দেখা হল পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে, তিনি আবার বর্তমান গার্লফ্রেন্ডের মা! বিপাকে যুবক

advertisement

টেলিভিশন বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে আপনাকে কফি শপে নয়, কাজে যেতে হবে।

মূর্খদের সঙ্গেও ভালো ব্যবহার করুন, আপনাকে তাদের সঙ্গে কাজ করতে হতে পারে।

মেয়েটির বাবা এই নিয়মগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে লোকেরা বিভিন্ন প্রতিক্রিয়া জানায়। তবে বাবা যে কথাগুলো ভালো ভাবে একেবারেই নিতে পারেননি, তা বলা বাহুল্য!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মেয়ের চাকরির প্রথম দিন, বসের চিঠি দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাবা! কী লেখা ছিল তাতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল