লেখাপড়া করে সন্তানদের নিজের পায়ে দাঁড় করানোই বাবা-মায়ের সবচেয়ে বড় সুখ। নিউজিল্যান্ডে বসবাসকারী এ রকমই একজন বাবা তাঁর মেয়ের প্রথম চাকরিতে যোগ দেওয়ায় যারপরনাই খুশি হয়েছিলেন। কিন্তু সমস্যা তৈরি হল যখন তিনি মেয়ের কাছ থেকে চাকরির প্রথম দিনেই বসের দেওয়া এক অদ্ভুত চিঠি দেখতে পেলেন।
চিঠিটি দেখে ক্রুদ্ধ বাবা @essjax নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবার সামনে তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে তাঁর মেয়ে চাকরির প্রথম দিনেই এটি পেয়েছে। কী ছিল সেই চিঠিতে?
advertisement
আরও পড়ুন-Viral Video: বদ নসিব! ফরচুনার গাড়ি না পেয়ে বিয়ে থেকে উঠে পড়ে বিপাকে বর
মেয়েটির বাবা সোশ্যাল মিডিয়ায় যে চিঠি শেয়ার করেছেন তাতে মোট ১১টি পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে লেখা রয়েছে-
জীবন ন্যায়সঙ্গত নয়, এর জন্য প্রস্তুত থাকুন।
পৃথিবী আপনার আত্মসম্মান নিয়ে ভাবে না। আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করার আগেও আপনার উপর কিছু প্রত্যাশা রয়েছে।
আপনি স্কুল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কোটি টাকার চাকরি পাবেন না। আপনাকে গাড়ি ও ফোন দিয়ে ভাইস প্রেসিডেন্ট বানানো হয় না।
আপনি যদি মনে করেন শিক্ষক কঠোর তাহলে আপনার উচিত বসের জন্য অপেক্ষা করা।
বার্গার ফ্লিপ করার কাজকে অসম্মান করবেন না। আপনার পূর্বপুরুষেরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখতেন।
আপনি যদি ভুল করেন তবে তা আপনার পিতামাতার দোষ নয়। আপনি নিজে থেকেই এটি শিখেছেন।
আপনার জন্মের আগে আপনার বাবা-মা এত বিরক্তিকর ছিলেন না। দায়িত্ব নেওয়ার পর তাঁরা এমন হয়ে যান।
স্কুলে জেতা এবং হারের মধ্যে পার্থক্য যাই হোক না কেন, এটির মূল্য জীবনে চলার পথে রয়েছে।
জীবনের কোন সেমিস্টার নেই এবং এখানে কেউ আপনাকে সাহায্য করতে আগ্রহী নয়।
আরও পড়ুন- দেখা হল পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে, তিনি আবার বর্তমান গার্লফ্রেন্ডের মা! বিপাকে যুবক
টেলিভিশন বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে আপনাকে কফি শপে নয়, কাজে যেতে হবে।
মূর্খদের সঙ্গেও ভালো ব্যবহার করুন, আপনাকে তাদের সঙ্গে কাজ করতে হতে পারে।
মেয়েটির বাবা এই নিয়মগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে লোকেরা বিভিন্ন প্রতিক্রিয়া জানায়। তবে বাবা যে কথাগুলো ভালো ভাবে একেবারেই নিতে পারেননি, তা বলা বাহুল্য!