আরও পড়ুন-তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ডাক নাও পেতে পারেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়করা
'ধর্ম, দেশ ও ভাষা কখনও ভালোবাসায় বাধা দিতে পারে না' এই পুরনো কথাটি আবারও যেন সত্যি প্রমাণিত হল। প্রেমের টানে দেশ ছেড়েছেন ফাদওয়া। ধর্মান্তরিত করে নয়, বরং উভয়েই নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি মেনে স্বামী-স্ত্রী হিসেবে থাকার শপথ নেন ওই প্রেমিক-প্রেমিকা। এর পরে বুধবার এডিএম আদালতে নিয়ম মেনেই চারহাত এক হয়। কিছু দিনের মধ্যে, দু'জনেই হিন্দু রীতি অনুযায়ী বিয়েও করবেন বলে জানিয়েছেন ওই দম্পতি।
advertisement
আরও পড়ুন-Viral News: ডাকাতের প্রেমে পড়লেন এক সুন্দরী, জেল থেকে বের হতেই বাগদান!
ফাদওয়া ও অবিনাশের প্রেমের গল্পে ধর্ম দেয়াল হয়ে ওঠেনি। মরক্কোর ২৪ বছর বয়সী ফাদওয়া লামালি একটি বেসরকারি কলেজে পড়াশোনা করেন। তিন বছর আগে সোশ্যাল মিডিয়ায়, গোয়ালিয়রের ২৬ বছর বয়সী অবিনাশ দোহরার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব প্রেমে পরিণত হলেও ধর্ম নিয়ে দুশ্চিন্তায় পড়েন দু'জনেই। দুজনেই নিজ নিজ পরিবারকে জানিয়েছেন নিজেদের সম্পর্কের কথা জানান। অবিনাশ দু'বার বিয়ের প্রস্তাব নিয়ে মরক্কো গিয়েছিলেন, কিন্তু ফাদওয়ার বাবা আলি লামালি বিয়ে দিতে রাজি হননি। ফাদওয়া লামালির পরিবার প্রথমে রেগে গেলেও পরে মেয়ের জেদের সামনে হ্যাঁ বলতে রাজি হন। ফাদওয়া ও অবিনাশের প্রেমের গল্পে শেষ পর্যন্ত প্রেমই জয়ী হল।