আরও পড়ুন-Viral News: বিয়েতে কনের নাচের গান পছন্দ হয়নি, তাতেই তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!
আমেরিকান এয়ারলাইন্সের প্রাক্তন এক বিমানসেবিকা ক্যাট কামালানি (Kat Kamalani) জানিয়েছেন, ফার্স্ট ক্লাসের কেবিন ক্রু হিসেবে কাজ করার তাঁর নিজের অভিজ্ঞতা ৷ তিনি সাফ জানিয়েছেন, দূর থেকে যতটা ভালো বলে মনে হয় ৷ এই কাজ একেবারেই সহজ নয় ৷ বেতন বেশি পাওয়া ছাড়া ফার্স্ট ক্লাসের জন্য কেবিন ক্রু-র কাজ করে কোনও লাভ নেই ৷
advertisement
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-রা বেশি বেতন পান
আমেরিকান এয়ারলাইন্সের ওই প্রাক্তন বিমানসেবিকা টিকটকে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ফার্স্ট ক্লাসে কাজ করাটা অত্যন্ত কঠিন ৷ মানুষ যতো সহজ ভাবেন, তা একেবারেই নয় ৷ অনেকেই হয়তো মনে করেন ফার্স্ট ক্লাসে কাজ করা বিমানসেবক বা সেবিকারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন অন্যান্য কর্মীদের থেকে ৷ কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল ৷
আরও পড়ুন-ইক্যুইটিতে বিনিয়োগে আগ্রহী? সেরা সময় কোনটা হতে পারে?
ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়
ওই বিমানসেবিকা জানান, ফার্স্ট ক্লাসে কাজ করার একমাত্র সুবিধা হল এখানে স্যালারি বেশি পাওয়া যায় ৷ বাকি আর কোনও অতিরিক্ত সুবিধা নেই ৷ বরং এর জন্য অনেক কঠিন ট্রেনিং বিমানসেবিকাদের করতে হয় ৷ কারণ ফার্স্ট ক্লাস যাত্রীদের সার্ভিস দেওয়ার ধরন কোনও সাধারণ কাজ নয় ৷ তার জন্য অনেক প্রশিক্ষণ নিতে হয় ৷ ফার্স্ট ক্লাসে কাজ করা কেবিন ক্রু-দের ইংরেজি জানাটাও আবশ্যিক ৷