TRENDING:

Viral News: সিসিটিভি ক্যামেরায় বন্দি মৃত্যুর ফরমান, মদ্যপ ড্রাইভার রিভার্স গিয়ারে ছোটাল গাড়ি

Last Updated:

এই পুরো ঘটনা (Viral News) ভিডিও সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: পুণের কাছে পিঁপরি-র চিঁচুবাড়ে এক ভয়ানক (Accident) ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় চরম দৃশ্য দেখা যায়৷ একটি গাড়ি রিভার্সে অর্থাৎ পিছনের দিকে আসছিল আর এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মানুষকে ধাক্কা মারে৷ শুধু তাই নয় রাস্তায় থাকা ঠেলাগাড়িরও লোকসান হয়৷ এই পুরো ঘটনা (Viral News) ভিডিও সিসিটিভি  (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷ আসলে মদের নেশায় একেবারে বেসামাল ব্যক্তি রিভার্স গিয়ার দিয়ে সামনে গাড়ি চালাচ্ছে ভেবেছিল ৷ গাড়ি রিভার্স গিয়ারে (Car in reverse gear) পরে পিছনের দিকে যেতেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়৷
Viral News: drunken driver car hits vegetable seller injured- Photo Courtesy- CCTV
Viral News: drunken driver car hits vegetable seller injured- Photo Courtesy- CCTV
advertisement

এরপর এই গাড়িটি রিভার্স গিয়ারে গিয়ে একের পর এক স্টল বরবাদ করতে থাকে৷ একটাই মন্দের ভালো খবর যে সেই সময় খুব বেশি লোক গাড়ির পিছনে ছিল না৷ তাই কারোর প্রাণহানি হয়নি৷ এই পিছিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় এক মহিলা সামাণ্য চোট পান৷ অন্যদিকে এক সবজি বিক্রেতা বড়সড় আহত হয়ে যান৷

আরও দেখুন - West Bengal Covid-19 Guidelines : ৬০ বছরের উর্ধ্বে Corona পরীক্ষা Must!

advertisement

দেখে নিন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও

ঘটনায় আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় কিছু ঠেলা গাড়ির খুবই ক্ষতি হয়েছে৷ এই ঘটনার অভিযুক্ত সুভাষ বাঘমারে এলাকা থেকে পালানোর চেষ্টা করে৷

advertisement

আরও দেখুন - Republic Day-এর আগে Delhi-র Gazipur-এ উদ্ধার IED, দেখুন ভিডিও

কিন্তু স্থানীয়রা সেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ অভিযুক্ত সুভাষ বাঘমারে বিরুদ্ধে পুলিশের কাছে শুভম ভাণ্ডারি নামের এক সবজি বিক্রেতা অভিযোগ দায়ের করেছেন৷ বাখড পুলিশ ঘটনার তদন্ত করছে৷

সিসিটিভ  (CCTV) ক্যামেরায় রেকর্ড পুরো ঘটনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে ৷ যার পুরো ভিডিও সিসিটিভে রেকর্ড হয়ে গেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি অত্যন্ত দ্রুত রিভার্স গিয়ারে আসছে৷ সবার আগে গাড়িটি একটি রাস্তায় থাকা বড়াপাঁও স্টলে ধাক্কা মারে৷ এরপর গাড়ি পাশে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালাকে ধাক্কা মারে৷ তারপর অন্যদিকে চলে যায় অভিশপ্ত গাড়িটি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সিসিটিভি ক্যামেরায় বন্দি মৃত্যুর ফরমান, মদ্যপ ড্রাইভার রিভার্স গিয়ারে ছোটাল গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল