এরপর এই গাড়িটি রিভার্স গিয়ারে গিয়ে একের পর এক স্টল বরবাদ করতে থাকে৷ একটাই মন্দের ভালো খবর যে সেই সময় খুব বেশি লোক গাড়ির পিছনে ছিল না৷ তাই কারোর প্রাণহানি হয়নি৷ এই পিছিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় এক মহিলা সামাণ্য চোট পান৷ অন্যদিকে এক সবজি বিক্রেতা বড়সড় আহত হয়ে যান৷
আরও দেখুন - West Bengal Covid-19 Guidelines : ৬০ বছরের উর্ধ্বে Corona পরীক্ষা Must!
advertisement
দেখে নিন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও
ঘটনায় আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় কিছু ঠেলা গাড়ির খুবই ক্ষতি হয়েছে৷ এই ঘটনার অভিযুক্ত সুভাষ বাঘমারে এলাকা থেকে পালানোর চেষ্টা করে৷
আরও দেখুন - Republic Day-এর আগে Delhi-র Gazipur-এ উদ্ধার IED, দেখুন ভিডিও
কিন্তু স্থানীয়রা সেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ অভিযুক্ত সুভাষ বাঘমারে বিরুদ্ধে পুলিশের কাছে শুভম ভাণ্ডারি নামের এক সবজি বিক্রেতা অভিযোগ দায়ের করেছেন৷ বাখড পুলিশ ঘটনার তদন্ত করছে৷
সিসিটিভ (CCTV) ক্যামেরায় রেকর্ড পুরো ঘটনা
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে ৷ যার পুরো ভিডিও সিসিটিভে রেকর্ড হয়ে গেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি অত্যন্ত দ্রুত রিভার্স গিয়ারে আসছে৷ সবার আগে গাড়িটি একটি রাস্তায় থাকা বড়াপাঁও স্টলে ধাক্কা মারে৷ এরপর গাড়ি পাশে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালাকে ধাক্কা মারে৷ তারপর অন্যদিকে চলে যায় অভিশপ্ত গাড়িটি৷