TRENDING:

Viral News: হারিয়ে গেছে নিজের সন্তান; ছাগলছানাকে স্তন্যদান করেই তৃপ্ত শোকার্ত মা

Last Updated:

Viral News: সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ছাগলছানার মাতৃদুগ্ধ পানের ভিডিও। ছোট্ট সাদা একটি ছাগল ছানা মায়ের বুকের দুধ পান করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি… আর সেই অবাক করে দেওয়া সত্যিগুলো ইদানীং সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়ছে নানা দিকে। আজকাল এমন অনেক ভিডিও দেখা যায় ইন্টারনেটে যা আমাদের হতবাক করে দেয়। তার মধ্যে অনেক ভিডিও প্রকৃতির। কিছু মনুষ্যেতর প্রাণীর। সেই সব ভিডিও দেখলেই বোঝা যায় এই প্রকৃতি কত সুন্দর, প্রাণীজগৎ কত বিচিত্র।
ছাগলছানাকে স্তন্যদান করেই তৃপ্ত শোকার্ত মা
ছাগলছানাকে স্তন্যদান করেই তৃপ্ত শোকার্ত মা
advertisement

আরও পড়ুনঃ ব্রেকফাস্ট ফেলে অফিস যাচ্ছেন? বাড়বে ওজন, হবে ডায়াবেটিস! কী বলছে বিশেষজ্ঞ? জানুন

সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ছাগলছানার মাতৃদুগ্ধ পানের ভিডিও। ছোট্ট সাদা একটি ছাগল ছানা মায়ের বুকের দুধ পান করছে। মা-ও তাকে পরম স্নেহে দুধ পান করাচ্ছে। চিরন্তন এক দৃশ্য। মনে হতে পারে এতে অবাক হওয়ার কী আছে!

advertisement

কিন্তু বিস্ময় সেখানেই। ছাগলছানাটিকে দুধ পান করাচ্ছে যে মা, সে ভিন্ন প্রজাতির প্রাণী। ছাগলটিকে বুকে দুধ দিয়ে বড় করছে একটি স্ত্রী কুকুর। নিজের মায়ের নয়, ছানাটি পান করছে কুকুরের দুধ।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাটি আসলে কর্নাটকের ডোড্ডাবল্লভপুরের রঘুনাথপুর এলাকার। সেখানেই নিয়মিত একটি ছাগলছানা তার কুকুর মায়ের দুধ পান করে বড় হচ্ছে।

advertisement

স্থানীয় কৃষ্ণপ্রসাদ নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে জন্ম হয় ছাগলছানাটির। ছোট্ট সেই শাবককে স্তন্যপান করায় কুকুরটি, এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রাও। শুধু তাই নয়, অবাক কৃষ্ণপ্রসাদও। ছাগল পালন করা তাঁর পেশা। ৩০টির-ও বেশি ছাগল রয়েছে। কিন্তু এমন ঘটনা প্রথম। ছাগলছানাটির জন্মদাত্রী মা রয়েছে। কিন্তু ছানাটি কুকুরের কাছে থাকতেই বেশি ভালবাসে। তার দুধ পান করতেই পছন্দ করে। গত এক সপ্তাহ ধরে এই কাণ্ড দেখে অবাক সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু এইটুকু জানলেই সব নয়। অবাক হওয়ার এখনও বাকি আছে। কৃষ্ণপ্রসাদ জানান কুকুর মায়ের শোকের কাহিনী। দু’সপ্তাহ আগে কুকুরটিও তিনটি সন্তানের জন্ম দিয়েছিল। একটি মারা যায়। বাকি দু’টিকে কেউ নিয়ে গিয়েছে তার কোল খালি করে। পাগলের মতো ঘুরছিল মা-কুকুরটি। ঠিক সেই সময় ছাগলছানাটিকে তার কাছে দেওয়া হয়। উৎসারিত স্নেহসুধা ছাগলছানার মুখে তুলে দিয়েই এখন তৃপ্ত কুকুরের মা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হারিয়ে গেছে নিজের সন্তান; ছাগলছানাকে স্তন্যদান করেই তৃপ্ত শোকার্ত মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল