TRENDING:

Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !

Last Updated:

Couple who coudn't sleep due to neighbour's flush: পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোম: খুব যত্ন করে ফ্ল্যাট সাজিয়েও কোনও লাভ হল না ৷ কারণ অবশ্যই প্রতিবেশী ৷ পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনও সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত (Viral News) ৷
Representational Image
Representational Image
advertisement

আরও পড়ুন-ইস্যু লখিমপুর খেরি থেকে হাথরস, আইনশৃঙ্খলা থেকে ব্যাঙ্ক বেসরকারিকরণ, ৫ রাজ্যে প্রচারে তৃণমূল কংগ্রেস

চার ভাই মিলে দারুণ একটা ফ্ল্যাট বানিয়েছিলেন ৷ সাজিয়েওছিলেন খুব সুন্দর ৷ কিন্তু গলদ থেকে গেল বাথরুমেই ৷ প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা একেবারে আদালত পর্যন্ত গড়ালো ৷ যে দম্পতি পাশে থাকতেন, তাঁদের অভিযোগ ছিল, রাত্রিবেলায় যে ভাবে কমোডের ফ্লাশের সাংঘাতিক আওয়াজ হত, তা শুনে ঘুমোনোর কোনও সুযোগই নেই  (Couple who coudn't sleep due to neighbour's flush)৷

advertisement

প্রতিদিন এই একই সমস্যায় ভুগতেন তাঁরা ৷ পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের এরকম সাংঘাতিক আওয়াজ যে দু’চোখ এক করা সম্ভব ছিল না ৷ প্রতি দিন রাতে এমনটা ঘটায় শেষমেষ আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ এই ফ্লাশের আওয়াজে তাঁদের ঘুমের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষতিপূরণের দাবি করেন ওই দম্পতি ৷

আরও পড়ুন-Viral News: বাড়িতে ডেকে এনে ৮ লক্ষ টাকা ছিনতাই করল মহিলা, পরের আচরণ আরও অদ্ভুত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পরে ওই ফ্ল্যাটে গিয়েও দেখা যায়, দম্পতির অভিযোগই ঠিক। আদালতে মামলা হেরেই যান ওই চার ভাই ৷ আদালত দম্পতির পক্ষেই রায় দেয় ৷ ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার পর দীর্ঘ ১৯ বছর ধরে এই সমস্যা নিয়ে চলতে হয়েছে দম্পতিকে ৷ শেষপর্যন্ত আদালতে জিতলেন তাঁরাই ৷ ক্ষতিপূরণ হিসেবে পেলেন ভারতীয় টাকার অঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: প্রতিবেশীর কমোডের ফ্লাশের আওয়াজে ঘুমোতে পারতেন না, দম্পতি ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল