চার ভাই মিলে দারুণ একটা ফ্ল্যাট বানিয়েছিলেন ৷ সাজিয়েওছিলেন খুব সুন্দর ৷ কিন্তু গলদ থেকে গেল বাথরুমেই ৷ প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা একেবারে আদালত পর্যন্ত গড়ালো ৷ যে দম্পতি পাশে থাকতেন, তাঁদের অভিযোগ ছিল, রাত্রিবেলায় যে ভাবে কমোডের ফ্লাশের সাংঘাতিক আওয়াজ হত, তা শুনে ঘুমোনোর কোনও সুযোগই নেই (Couple who coudn't sleep due to neighbour's flush)৷
advertisement
প্রতিদিন এই একই সমস্যায় ভুগতেন তাঁরা ৷ পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের এরকম সাংঘাতিক আওয়াজ যে দু’চোখ এক করা সম্ভব ছিল না ৷ প্রতি দিন রাতে এমনটা ঘটায় শেষমেষ আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ এই ফ্লাশের আওয়াজে তাঁদের ঘুমের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষতিপূরণের দাবি করেন ওই দম্পতি ৷
আরও পড়ুন-Viral News: বাড়িতে ডেকে এনে ৮ লক্ষ টাকা ছিনতাই করল মহিলা, পরের আচরণ আরও অদ্ভুত!
পরে ওই ফ্ল্যাটে গিয়েও দেখা যায়, দম্পতির অভিযোগই ঠিক। আদালতে মামলা হেরেই যান ওই চার ভাই ৷ আদালত দম্পতির পক্ষেই রায় দেয় ৷ ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার পর দীর্ঘ ১৯ বছর ধরে এই সমস্যা নিয়ে চলতে হয়েছে দম্পতিকে ৷ শেষপর্যন্ত আদালতে জিতলেন তাঁরাই ৷ ক্ষতিপূরণ হিসেবে পেলেন ভারতীয় টাকার অঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা ৷