TRENDING:

Travel: গুনতে হয় না হোটেল ভাড়া কিংবা বিমান ভাড়া; ৫ বছর ধরে বিনামূল্যেই বিশ্ব ভ্রমণ করছেন এই জুটি!

Last Updated:

ভ্রমণের নেশায় ধরা দিয়ে উচ্চ বেতনের চাকরিও ছেড়েছেন। এমনকী, গত কয়েক বছর ধরে সারা বিশ্ব ভ্রমণ করছেন তাঁরা। তবে আশ্চর্যের বিষয় হল, এই ভ্রমণে তাঁদের বিমান ভাড়া কিংবা হোটেল ভাড়া লাগে না। কিন্তু কীভাবে। আজকের প্রতিবেদনে শুনে নেওয়া যাক সেই গল্পই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভ্রমণ একটা নেশাই বটে! আর একবার এই নেশায় যাঁকে পেয়েছে, তিনি তা কাটিয়ে উঠতে পারেননি। এটাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন আর্জেন্তিনার ফ্রান ক্যাসানিটি এবং আমেরিকার মার্কো ইলগান। ভ্রমণের নেশায় ধরা দিয়ে উচ্চ বেতনের চাকরিও ছেড়েছেন। এমনকী, গত কয়েক বছর ধরে সারা বিশ্ব ভ্রমণ করছেন তাঁরা। তবে আশ্চর্যের বিষয় হল, এই ভ্রমণে তাঁদের বিমান ভাড়া কিংবা হোটেল ভাড়া লাগে না। কিন্তু কীভাবে। আজকের প্রতিবেদনে শুনে নেওয়া যাক সেই গল্পই।
গুনতে হয় না হোটেল ভাড়া কিংবা বিমান ভাড়া; ৫ বছর ধরে বিনামূল্যেই বিশ্ব ভ্রমণ করছেন এই জুটি!
গুনতে হয় না হোটেল ভাড়া কিংবা বিমান ভাড়া; ৫ বছর ধরে বিনামূল্যেই বিশ্ব ভ্রমণ করছেন এই জুটি!
advertisement

মার্কো শিকাগোতে থাকাকালীন অ্যাকসেঞ্চারে কাজ করতেন। আর ফ্রান আর্জেন্তিনায় কাজ করতেন একজন ইন্টার্ন হিসেবে। বরাবরই ভ্রমণপ্রেমী এই দুই যুবক-যুবতীর দেখা হয়েছিল ২০১৬ সালে। এক বছর লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলেন তাঁরা। তবে তাঁদের ডেটে যাওয়ার কায়দাটা অন্যদের মতো ছিল না। কাফে কিংবা রেস্তোরাঁয় নয়, তাঁরা দেখা করতেন অন্য দেশে।

আরও পড়ুন– ৩৯ জন স্ত্রী, ৮৯ সন্তান! কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন মিজোরামের জিওনা চানা, জেনে নিন সত্য

advertisement

লং ডিসটেন্সে থাকাকালীন মার্কো আর ফ্রান ডেটের জন্য বেছে নিয়েছিলেন ভারত, থাইল্যান্ড, ব্রাজিল, আর্জেন্তিনার মতো দেশকে। এর পর ধীরে ধীরে ভ্রমণ তাঁদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ে। ২০১৮ সালে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন এই জুটি। একসঙ্গে মিলে শুরু করেন লাইফ কোচিংয়ের ব্যবসাও। কিন্তু বারবার হোটেল বদলের ফলে ব্যবসা জমছিল না। এদিকে হোটেল কিংবা বিমান ভাড়াও তো রয়েছে!

advertisement

এরই মধ্যে ইনস্টাগ্রামে মার্কো আর ফ্রান এক দম্পতির খোঁজ পান। যাঁরা অন্যের বাড়িতে থেকে সেই বাড়ি দেখাশোনা করেন। আর এর বিনিময়ে নেন পারিশ্রমিক। এর পরেই বুদ্ধি খেলে যায়। TrustedHousesitters.com-এ নিজেদের প্রোফাইল তৈরি করেন মার্কো-ফ্রান। দিন পনেরোর মধ্যে আলাস্কায় গৃহকর্মী হিসেবে কাজ পান তাঁরা। সেই বাড়িতে পোষা কুকুর আর পাখির যত্ন নিতে হত তাঁদের। আর ঘরের কর্মীরা যাতে আলাস্কার সৌন্দর্য উপভোগ করতে পারেন, তার জন্য বাড়ির মালিকরা একটি গাড়ি, দুটি বাইক ও হাইকিং গিয়ার রেখে দিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন-প্রচুর ময়লা জমেছে? এই কায়দায় পরিষ্কার করলে সিলিং ফ্যান ঘুরবে একেবারে ঝড়ের বেগে!

প্রথম অভিজ্ঞতা ভালই ছিল। ফলে এভাবেই ওয়েবসাইট থেকে আরও কাজ খুঁজতে থাকেন মার্কো-ফ্রান। এভাবে বিশ্বের বিভিন্ন শহরের প্রায় ২৫টি বাড়িতে কাজ করেছেন তাঁরা। ফলে কোথাও তাঁদের বিমান কিংবা হোটেল ভাড়া গুনতে হয়নি। আর দিব্যি ঘুরে বেড়িয়েছেন সেই দেশগুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানেই শেষ নয়, ভ্রমণের খরচ কমাতে তাঁরা ইতিমধ্যেই কিনেছেন একটি রিক্রিয়েশনাল ভেহিকেলও। এর মাধ্যমে বেঁচে যায় বিমান ভাড়াটা। এই ভাবে কাজ আর ঘোরার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটও চালান এই জুটি। যার নাম ‘ম্যাপ দ্য আননোন’।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Travel: গুনতে হয় না হোটেল ভাড়া কিংবা বিমান ভাড়া; ৫ বছর ধরে বিনামূল্যেই বিশ্ব ভ্রমণ করছেন এই জুটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল