কিন্তু গোল বাঁধছে অন্যত্র। এর আগেই অভিযোগ উঠেছিল ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার আগে পার্সেল খুলে খাবার খেয়ে ফেলেছেন ডেলিভারি এজেন্ট। এবার সেই অভিযোগের পারদ চড়ল আরও এক মাত্রা। ভারতে নয়, বরং এবার অভিযোগ উঠেছে আমেরিকায়। সেখানে ডেলিভারি এজেন্ট এতটাই সাহসী যে গ্রাহককে সরাসরি কুঁড়ে বলে দেগে দিতেও পিছ-পা হননি তিনি।
advertisement
জানা গিয়েছে, Reddit-এর এক ব্যবহারকারী ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সেখানে তিনি পোস্ট করেছেন একটি চ্যাটের স্ক্রিনশট। তাতেই বোঝা যাচ্ছে ডেলিভারি এজেন্ট ক্রেতার খাবার খাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন তো বটেই, উপরন্তু ক্রেতাকেই নিষ্কর্মা বলে দুষেছেন, কারণ তিনি নিজে খাবার কিনতে বেরোননি।
আরও পড়ুন– রাইডে আটকে দুই মহিলা, পিছন থেকে এসে সজোরে ধাক্কা আরেকজনের, ওয়াটার পার্কে মর্মান্তিক ঘটনা!
আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা DoorDash থেকে খাবার অর্ডার করেছিলেন @dmfuller নামে এক গ্রাহক। তাঁর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে, ওই গ্রাহক ডেলিভারি এজেন্টকে বার্তা পাঠিয়ে লিখেছেন, বিধিভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হতে পারে।
উত্তরে এজেন্ট সাফ জানিয়েছেন, ‘আপনি এটা প্রমাণই করতে পারবেন না, বন্ধু। আপনি এবং আপনার বাচ্চারাই এই খাবার খেয়েছেন।’
এরপর গ্রাহক দাবি করেন, আবাসনের সিসি ক্যামেরা থেকেই প্রমাণ হয়ে যাবে এজেন্ট সেখানে ঢোকেননি। তখন এজেন্ট আরও শান্ত গলায় বলেন, ‘আমি আপনার মতো বোকা নই। আপনিও যদি এমন আলসে বাবা না হতেন তাহলে আপনার বাচ্চাদের খাবার নিজেই আনতে যেতেন, অন্যদের উপর ভরসা করতেন না সে কখন এসে খাবার দিয়ে যাবে।’
এমনকী একেবারে শেষে ওই এজেন্ট জানান, অর্ডার করা খাবারের স্বাদ দারুণ ছিল।
এমন ঘটনার কথা জানতে পেরে কার্যত হতবাক গোটা দুনিয়া। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই ব্যক্তি নিশ্চয়ই এর আগে অন্য গ্রাহকের সঙ্গেও এমন করেছেন। এর চাকরি যাওয়া উচিত। কেউ আবার লিখেছেন, কী করে ওই এজেন্ট কাউকে অলস বলতে পারেন! খাবার পৌঁছে দেওয়াই তো ওঁর পেশা।
যদিও অনেকে এই কথোপকথনের মধ্যে দারুণ মজাও খুঁজে পেয়েছেন। তাঁরা ওই এজেন্টের সাহসের প্রশংসাও করেছেন অন্যভাবে।