TRENDING:

Food Delivery Agent: ‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া!

Last Updated:

এর আগেই অভিযোগ উঠেছিল ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার আগে পার্সেল খুলে খাবার খেয়ে ফেলেছেন ডেলিভারি এজেন্ট। এবার সেই অভিযোগের পারদ চড়ল আরও এক মাত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুয়ারে খাবার— এমন ধারণার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই পরিচিত মানুষ। নিজের হাতে রান্না করার ঝামেলা নেই, নেই বাইরে বেরিয়ে রেস্তোরাঁয় যাওয়ার তাড়া। বরং সে সব করবে অন্য কেউ। ফুড ডেলিভারি সংস্থার কল্যাণে মনের মতো খাবার পৌঁছে যাবে বাড়িতে।
‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া! (Representative Image)
‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া! (Representative Image)
advertisement

কিন্তু গোল বাঁধছে অন্যত্র। এর আগেই অভিযোগ উঠেছিল ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার আগে পার্সেল খুলে খাবার খেয়ে ফেলেছেন ডেলিভারি এজেন্ট। এবার সেই অভিযোগের পারদ চড়ল আরও এক মাত্রা। ভারতে নয়, বরং এবার অভিযোগ উঠেছে আমেরিকায়। সেখানে ডেলিভারি এজেন্ট এতটাই সাহসী যে গ্রাহককে সরাসরি কুঁড়ে বলে দেগে দিতেও পিছ-পা হননি তিনি।

advertisement

জানা গিয়েছে, Reddit-এর এক ব্যবহারকারী ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সেখানে তিনি পোস্ট করেছেন একটি চ্যাটের স্ক্রিনশট। তাতেই বোঝা যাচ্ছে ডেলিভারি এজেন্ট ক্রেতার খাবার খাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন তো বটেই, উপরন্তু ক্রেতাকেই নিষ্কর্মা বলে দুষেছেন, কারণ তিনি নিজে খাবার কিনতে বেরোননি।

আরও পড়ুন– রাইডে আটকে দুই মহিলা, পিছন থেকে এসে সজোরে ধাক্কা আরেকজনের, ওয়াটার পার্কে মর্মান্তিক ঘটনা!

advertisement

আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা DoorDash থেকে খাবার অর্ডার করেছিলেন @dmfuller নামে এক গ্রাহক। তাঁর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে, ওই গ্রাহক ডেলিভারি এজেন্টকে বার্তা পাঠিয়ে লিখেছেন, বিধিভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হতে পারে।

উত্তরে এজেন্ট সাফ জানিয়েছেন, ‘আপনি এটা প্রমাণই করতে পারবেন না, বন্ধু। আপনি এবং আপনার বাচ্চারাই এই খাবার খেয়েছেন।’

advertisement

এরপর গ্রাহক দাবি করেন, আবাসনের সিসি ক্যামেরা থেকেই প্রমাণ হয়ে যাবে এজেন্ট সেখানে ঢোকেননি। তখন এজেন্ট আরও শান্ত গলায় বলেন, ‘আমি আপনার মতো বোকা নই। আপনিও যদি এমন আলসে বাবা না হতেন তাহলে আপনার বাচ্চাদের খাবার নিজেই আনতে যেতেন, অন্যদের উপর ভরসা করতেন না সে কখন এসে খাবার দিয়ে যাবে।’

advertisement

এমনকী একেবারে শেষে ওই এজেন্ট জানান, অর্ডার করা খাবারের স্বাদ দারুণ ছিল।

আরও পড়ুন– ভেড়ার পালে গা-ঢাকা দিয়েছে মুরগির ছানাটি; চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলে তবেই তাকে খুঁজে পাওয়া যাবে!

এমন ঘটনার কথা জানতে পেরে কার্যত হতবাক গোটা দুনিয়া। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই ব্যক্তি নিশ্চয়ই এর আগে অন্য গ্রাহকের সঙ্গেও এমন করেছেন। এর চাকরি যাওয়া উচিত। কেউ আবার লিখেছেন, কী করে ওই এজেন্ট কাউকে অলস বলতে পারেন! খাবার পৌঁছে দেওয়াই তো ওঁর পেশা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও অনেকে এই কথোপকথনের মধ্যে দারুণ মজাও খুঁজে পেয়েছেন। তাঁরা ওই এজেন্টের সাহসের প্রশংসাও করেছেন অন্যভাবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Food Delivery Agent: ‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল