মধ্যবিত্ত লোকেরা বিমানে ভ্রমণ করে, কিন্তু তাঁরা বড় সেলিব্রিটি এবং রাজনীতিবিদদের মতো তাঁদের নিজস্ব ব্যক্তিগত জেটে একা ভ্রমণ করতে পারেন না। যদিও প্রাইভেট জেটে যেতে মন চায় সকলের।
আরও পড়ুন-মহিলার গোপনাঙ্গ থেকে বেরল আস্ত কাচের গ্লাস! হতবাক চিকিৎসক, তোলপাড় সোশ্যাল মিডিয়া
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ৫২ বছর বয়সী কেভিন ম্যাককুইলন এবং তাঁর ৫০ বছর বয়সী স্ত্রী সামান্থা ২০২১ সালের জুলাই মাসে ছুটি কাটাতে গ্রিসের করফু দ্বীপে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে রায়ন এয়ারলাইন্সের ফ্লাইটে ম্যাঞ্চেস্টারে ফিরছিলেন।
advertisement
ফ্লাইট ধরতে বিমানবন্দরে পৌঁছে হতবাক এই দম্পতি। শনিবার সন্ধ্যায় ফ্লাইট ধরতে বিমানবন্দরে পৌঁছে তাঁরা দেখেন বিমানবন্দর প্রায় ফাঁকা। বিমানবন্দরে একেবারেই ভিড় ছিল না। তারা মনে করেছিল যে তাদের ফ্লাইটটি হয় বিলম্বিত হয়েছে বা ফ্লাইট চলে গিয়েছে বা তাঁরা দেরিতে বিমানবন্দরে পৌঁছেছে। চেক-ইন কাউন্টারে তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, যথাসময়ে বিমান চলাচল করছে। তাঁরাও সময় মতো বিমানবন্দরে পৌঁছেছেন। করোনা সংক্রমনের জেরে যাত্রীবাহী বিমান ফাঁকা থাকায় একাই বিমানে ভ্রমণ করবেন ওই ব্রিটিশ দম্পতি। একদম ফাঁকা বিমানে একা ভ্রমণ করার অভিজ্ঞতা ওই দম্পতিকে প্রাইভেট জেটে চড়ার স্বপ্ন দেখায় (Viral News)।
কেবলমাত্র এয়ার হোস্টেস, ক্যাপ্টেন এবং তাঁরা ছাড়া ফ্লাইটে আর কেউ ছিল না। তাঁরাও জানতে পেরেছিলেন যে কোভিডের কারণে বহু মানুষ ভ্রমণ কমিয়ে দিচ্ছেন। ফ্লাইট ক্রু'ম্যানদের ম্যাঞ্চেস্টারে যেতে হয়েছিল বিশেষ কারণে। তাই বিমানটিও বাতিল করা হয়নি। ম্যাঞ্চেস্টার ইভনিং নিউজের সঙ্গে কথা বলার সময়, দম্পতি বলেছিলেন যে তাঁদের বিমান যাত্রাটি জীবনের সবচেয়ে মজার যাত্রায় পরিণত হয়েছিল। এমনকী, সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করার সময় ফ্লাইটে তারা পুরো স্বাচ্ছন্দ্যে হেঁটে চলে বেরিয়েছেন। পাইলট সব রকমের স্বাধীনতা দিয়েছিলেন ওই দম্পতিকে। তাঁরা খাবার ও পানীয়ও পেয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। যদিও কোভিড বিধি লাগু থাকায় তাঁদেরকে বিমানে মাস্ক পরতে বলা হয়। দম্পতি বলেছিলেন, বিমানে তাঁরা খুব ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন এবং তাঁদের একটি প্রাইভেট জেটে বসার স্বপ্নও সত্যি হয়েছিল কিছুক্ষণের জন্য।
