জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে গেল পুরোটাই! ইঞ্জিনিয়ারিং ছেড়ে জ্যোতিষ ব্যবসায় নেমে কোটিপতি যুবক

Last Updated:

Astrologer Puneet Gupta ‌prediction‌ ‌made‌ ‌an ‌engineer‌ ‌a‌ ‌millionaire: জ্যোতিষের কাজ এতটাই ভাল লাগল, যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেমে পড়লেন সেই ব্যবসাতেই ৷

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে তাঁর ভরসাই ছিল না একসময়ে ৷ কিন্তু তারপর নিজেই নেমে পড়লেন সেই কাজে ৷ জ্যোতিষের কাজ এতটাই ভাল লাগল, যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেমে পড়লেন সেই কাজেই ৷ তিনি বুঝে গিয়েছিলেন, ইঞ্জিনিয়ার নয়, ব্যবসায়ী হিসেবেই সাফল্য পাবেন তিনি (Astrologer Puneet Gupta ‌prediction‌ ‌made‌ ‌an ‌engineer‌ ‌a‌ ‌millionaire) ৷
জীবনের সঙ্কটময় মুহূর্তে এক বন্ধুর অনুরোধেই গিয়েছিলেন এক জ্যোতিষীর কাছে ৷ তারপর তাঁর পরামর্শেই সব সমস্যা মিটে যায় এবং জ্যোতিষীর কথা মতো ব্যবসা শুরু করেন তিনি ৷ তাতে সাফল্যও পান ৷ শুরু করেন এক জ্যোতিষ বিষয়ক ওয়েবসাইট ৷ যা অনেক কম বছরেই সুপারহিট ৷ চার বছরে সেই ওয়েবসাইটে প্রচুর সংখ্যায় মানুষ লগ ইন করেছেন ৷ ইঞ্জিনিয়ার পুনীত গুপ্তারও আয় হয়েছে কোটি কোটি টাকা ৷ জানা গিয়েছে, ৪১ লাখ টাকারও বেশি মাসিক আয় তাঁর ৷ তাই ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ব্যবসায় নেমে যে ভালোই হয়েছে পুনীতের, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
advertisement
ভবিষ্যত গণনা করে জ্যোতিষী জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে একটি আইটি স্টার্টআপ খুলবেন পুনীত। সঙ্গে এক বন্ধুও থাকবেন। শেষপর্যন্ত সেটাই সত্যি হয় ৷ আর স্টার্টআপ খোলার পর অল্প কয়েক বছরেই দারুণ লাভের মুখ দেখেন পুনীত ৷ তাঁর ওয়েবসাইটে কাজ করেন হাজার হাজার জ্যোতিষী ৷ অল্প দিনেই সুপারহিট পুনীতের ওয়েবসাইট ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে গেল পুরোটাই! ইঞ্জিনিয়ারিং ছেড়ে জ্যোতিষ ব্যবসায় নেমে কোটিপতি যুবক
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement