জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে গেল পুরোটাই! ইঞ্জিনিয়ারিং ছেড়ে জ্যোতিষ ব্যবসায় নেমে কোটিপতি যুবক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Astrologer Puneet Gupta prediction made an engineer a millionaire: জ্যোতিষের কাজ এতটাই ভাল লাগল, যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেমে পড়লেন সেই ব্যবসাতেই ৷
কলকাতা: জ্যোতিষশাস্ত্রে তাঁর ভরসাই ছিল না একসময়ে ৷ কিন্তু তারপর নিজেই নেমে পড়লেন সেই কাজে ৷ জ্যোতিষের কাজ এতটাই ভাল লাগল, যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে নেমে পড়লেন সেই কাজেই ৷ তিনি বুঝে গিয়েছিলেন, ইঞ্জিনিয়ার নয়, ব্যবসায়ী হিসেবেই সাফল্য পাবেন তিনি (Astrologer Puneet Gupta prediction made an engineer a millionaire) ৷
জীবনের সঙ্কটময় মুহূর্তে এক বন্ধুর অনুরোধেই গিয়েছিলেন এক জ্যোতিষীর কাছে ৷ তারপর তাঁর পরামর্শেই সব সমস্যা মিটে যায় এবং জ্যোতিষীর কথা মতো ব্যবসা শুরু করেন তিনি ৷ তাতে সাফল্যও পান ৷ শুরু করেন এক জ্যোতিষ বিষয়ক ওয়েবসাইট ৷ যা অনেক কম বছরেই সুপারহিট ৷ চার বছরে সেই ওয়েবসাইটে প্রচুর সংখ্যায় মানুষ লগ ইন করেছেন ৷ ইঞ্জিনিয়ার পুনীত গুপ্তারও আয় হয়েছে কোটি কোটি টাকা ৷ জানা গিয়েছে, ৪১ লাখ টাকারও বেশি মাসিক আয় তাঁর ৷ তাই ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ব্যবসায় নেমে যে ভালোই হয়েছে পুনীতের, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
advertisement
ভবিষ্যত গণনা করে জ্যোতিষী জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে একটি আইটি স্টার্টআপ খুলবেন পুনীত। সঙ্গে এক বন্ধুও থাকবেন। শেষপর্যন্ত সেটাই সত্যি হয় ৷ আর স্টার্টআপ খোলার পর অল্প কয়েক বছরেই দারুণ লাভের মুখ দেখেন পুনীত ৷ তাঁর ওয়েবসাইটে কাজ করেন হাজার হাজার জ্যোতিষী ৷ অল্প দিনেই সুপারহিট পুনীতের ওয়েবসাইট ৷
Location :
First Published :
March 21, 2022 1:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে গেল পুরোটাই! ইঞ্জিনিয়ারিং ছেড়ে জ্যোতিষ ব্যবসায় নেমে কোটিপতি যুবক