বিহারের আরা জেলার ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় এক যুবক তাঁর প্রেমিকার বিয়ে ঠেকাতে গোটা গ্রামে পোস্টার লাগিয়ে দিয়েছেন। সেই পোস্টারেই বর্ণনা রয়েছে তাঁর ও প্রেমিকার ছবি। ওই গ্রামেই বিয়ে ঠিক হয়েছে তরুণীর, আগামী ২৩ এপ্রিল ২০২৪ তারিখে।
আরও পড়ুন– রাশিফল ১ জানুয়ারি-৭ জানুয়ারি; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
advertisement
পোস্টারে লেখা রয়েছে মেয়েটির নাম, ঠিকানা এমনকী ফোন নম্বর। তারপর যুবক নিজের নাম উল্লেখ করে মেয়েটিকে বান্ধবী বলে জানিয়েছেন। তাঁর দাবি, মেয়েটিকে জোর করে বিয়ে দিতে চাইছে তাঁর পরিবার, ইতিমধ্যেই ওই যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে বলেও দাবি। এমনকী ওই পোস্টারে তাঁর প্রেমিকার সঙ্গে যে পাত্রের বিয়ে স্থির হয়েছে তাঁর নাম, ফোন নম্বরও রয়েছে। পোস্টারে ছবি রয়েছে প্রেমিক যুবকেরও। অতিরিক্ত তথ্যের জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর।
আরা সদর ব্লকের মফস্বল থানার অন্তর্গত ধুন্ধুয়া গ্রামের দেওয়ালে দেওয়ালে সাঁটানো হয়েছে এই পোস্টার। লেখা, ‘…মেয়েটিকে বিয়ে করা উচিত নয়। কারণ, আগেই আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল। জোর করে তার আবার বিয়ে দেওয়া হচ্ছে।’
এমন পোস্টার পড়ায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্টারনেটেও ভাইরাল হয়েছে বিষয়টি। আর তারপরেই নানা রকম মন্তব্য আসছে। মানুষ বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ প্রেমিকের পক্ষ নিয়ে বিষয়টিকে সমর্থন জানিয়েছেন, তো কেউ মেয়েটির পরিবারের পক্ষ নিয়ে কড়া নিন্দা করেছেন। ধুন্ধুয়া থেকে ছোটা সাসারম পর্যন্ত এই পোস্টার নিয়ে আলোচনা হচ্ছে।
আরও পড়ুন– রেড ওয়াইন না কি হোয়াইট ওয়াইন? বর্ষবরণের উল্লাসে গলা ভেজাবেন কোন পানীয়ে? ফারাক দেখুন নিজেই
পোস্টারে দেওয়া নম্বরে ফোন করলে কথা বলেন ওই প্রেমিক যুবক। সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে অবশ্য তিনি দাবি করেন এই কাজ তিনি করেননি। কেউ তাঁর নাম করে এই পোস্টার লাগিয়েছে। তবে গ্রামের কোনও কোনও যুবক স্বীকার করেছেন, গত বেশ কয়েক বছর ধরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। খুব কাছাকাছিই দু’জনের বাড়ি। এরপর মেয়েটির পরিবার একটু দূরের গ্রামে মেয়েটির বিয়ে স্থির করে।