রকার ব্রোকেডকে মনে নেই? আচ্ছা, তাহলে একটু খেই ধরিয়ে দেওয়া যাক। তিনি ইউকে-র এক গায়িকা-গীতিকার, তাঁর শোওয়ার ঘরে একদা ঢুকে পড়েছিলেন ভূত এডওয়ার্ড। মাসপাঁচেক ওই শোওয়ার ঘরেই একসঙ্গে কাটিয়ে তাঁরা ব্যাপারটাকে পাকাপাকি জায়গায় নিয়ে যেতে চান। যেমন ভাবা, তেমন কাজ। চেনা জানা মানুষ আর পৃথিবীর সব ভূতেদের নেমন্তন্ন করে এক পরিত্যক্ত গির্জায় বিয়েটা সেরে ফেলেন তাঁরা।
advertisement
ব্রোকেড জানিয়েছেন যে ওই বিয়েতে অষ্টম হেনরি, এলভিস প্রিসলের মতো ডাকসাইটে সব প্রেতাত্মারা হাজির ছিলেন। গোলযোগ বেধেছিল তখন, যখন মেরিলিন মনরোর প্রেতাত্মাও আসেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। তাঁকে দেখেই না কি এডওয়ার্ড লজ্জাসরমের বালাই ভুলে সদ্য বিয়ে করা গিন্নির কানে কানে বলে ওঠেন- ‘‘ওহ্, মনরোকে তো তোমার থেকেও হট লাগছে!’’ সঙ্গে দু-চারটে অশ্লীল কথাও বলেন নায়িকার শারীরিক সৌন্দর্য নিয়ে।
ব্রোকেড বলছেন যে তাঁর তখনই বোঝা উচিত ছিল এই বিয়ে কোনদিকে যেতে চলেছে। তবে সুপুরুষ সৈনিকের মায়া কাটানো কি আর অতই সহজ, বিশেষ করে সে যদি ভূত হয়! ফলে, উৎপাত বেড়েই চলল। হানিমুনেই যেমন এডওয়ার্ড সৈকতে পেড়ে ফেলেছিলেন ব্রোকেডকে, কাজকর্ম শেষ হওয়ার পরে সারা শরীরে বালি আর মুখে লেগে থাকা আইসক্রিম নিয়ে তিনি যখন কোনও মতে উঠে দাঁড়ান, তখন তাঁর ঠিক কেমন মনে হচ্ছেল? "ঠিক যেন একটা দৈত্যাকার সিল মাছের সঙ্গে হাতাহাতি করে উঠলাম", দাবি গায়িকার।
আরও পড়ুন- বাজারে এল ওয়ানপ্লাসের নয়া স্মার্টফোন নর্ড সিই ৩ লাইট, কেনা উচিত হবে?
যে ভূত শোওয়ার ঘরে ঢোকে, তার শারীরিক চাহিদা একটু বেশি হতেই পারে, মানুষের পক্ষে তা সামলানোও মুশকিল বটেই! কাজেই এটা নিয়েও তেমন মাথা ঘামাননি ব্রোকেড। তবে এর পরে যখন সারা দিন ধরে মাঝে মাঝেই ভৌতিক শিশুর কান্নার স্বর শুনিয়ে গিন্নিকে নাজেহাল করে মজা করা ধরলেন এৎওয়ার্ড, তখন ব্যাপারটা সহ্যের সীমা ছাড়াল। অসম্ভব রকমের মাসিক চাপের মুখে পড়লেন ব্রোকেড। তা থেকে মুক্তিলাভের জন্য এবং বিয়েটা বাঁচিয়ে এৎওয়ার্ডকে সৎপথে আনার জন্য এক সাইকিকেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি, নিজে মিডিয়াম পর্যন্ত হয়েছিলেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। অবশেষে মুখ ফুটে বলতেই হল ব্রোকেডকে- তিনি ডিভোর্স চান!
তাতেও যে লাভ হয়েছে, এমনটা কিন্তু নয়। ব্রোকেড বলছেন জোর গলায়- এডওয়ার্ড তাঁকে সব জায়গায় ধাওয়া করছেন। তাহলে উপায়?
"এক্সরশন বা ভূত ঝাড়া ছাড়া আর পথ নেই", করুণ স্বর ফুটে উঠছে ভূতের গিন্নির গলায়।