TRENDING:

Viral News: ১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়

Last Updated:

Viral News: ১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়। এত কম দামে কোথায় পাওয়া যেত এসব? বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ব্যস্ততা ভরা জীবনে পিছনে তাকানোর সময় নেই৷ সকাল থেকে শুধু কাজ আর অর্থের জন্য ছুটে বেড়ানো৷ এমন পরিস্থিতি অতীতের কিছু জানিস আমাদের নাড়া দিয়ে যায়৷ পরিস্থিতি এমন হয় যে, আমরা ভাবতে থাকি আগের সময়টাই ভালো ছিল৷
১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়
১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়
advertisement

সোশ্যাল মিডিয়ার সৌজন্য অনেক কিছুই বর্তমানে ভাইরাল হয়ে ওঠে৷ ষাট-সত্তর বছর আগে কারও বিয়ের ভিডিয়ো, বাসের টিকিট বা অন্য কিছুর ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সবাই অবাক হন৷ সেরমই একটি ব্যাপার ফের প্রকাশ্যে৷ যা দেখলে আপনারও মনে হতে পারে, ফেলে আসা দিনগুলোই আমাদের জন্য ভালো ছিল৷

আরও পড়ুন : ৫৩-এর বুড়োর যৌন লালসার শিকার! ছাত্রীর এক চালেই পুলিশের হাতে অপরাধী

advertisement

সম্প্রতি দিল্লির এক রেস্টুরেন্টের বিলের ছবি ভাইরাল হয়েছে৷ বিলটি ২০০৭ সালের৷ এই ছবিগুলি সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ ছাড়া হয়েছিল৷ সেই বিল দুটির ছবি দেখেই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা৷ তারা বিশ্বাস করতে পারছেন না, দেখতে দেখতে সতেরো বছর কেটে গিয়েছে৷ এবং তখন জিনিসপত্রের দাম এত কম ছিল!

বিলের ছবি অনুযায়ী সুপার ফ্যাক্টরি ছিল রেস্টুরেন্টের নাম৷ সেখান থেকে সব মিলিয়ে মোট দশটি জিনিস কেনা হয়েছে৷ লাহোরি মূর্গ তন্দুরীর পাওয়া যেত মাত্র ১৮০ টাকায়৷ চার বোতল হুইস্কির দাম ১০০টাকা৷ পাঁচ বোতল বিয়ারের দাম লেখা আছে ৩০০ টাকা৷ এতকিছুর পর বিল হয়েছে মোটে ২৫২২ টাকা৷ যে ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, খাদ্য-পন্যের দাম এত বেড়ে যাবে ভাবতে পারিনি৷ দিল্লিতে অ্যালকোহলের দাম কম সস্তা ছিল দেখুন৷

advertisement

আরও পড়ুন : ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!

ছবিটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেন মহলে৷ একজন লিখেছেন, এখনকার দিনে এই মাল কিনতে গেলে সব মিলিয়ে কুড়ি হাজার টাকা তো খরচা হবেই৷ একজন জানিয়েছেন, এই সব মালের দাম এখন তিন গ্রাম সোনার মূল্যের সমান৷ একজন লিখেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও এর জন্য দায়ী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

আরও একটি বিল ভাইরাল হয়েছে৷ ১৯৮৫ সালের সেই বিলেন শাহী পনিরের দাম রয়েছে মাত্র ৮ টাকা, রায়তা ৫ টাকা!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল