আরও পড়ুন-ভয়ঙ্কর তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা ! ভারতীয় সেনার ভিডিও ভাইরাল
আমেরিকার (America) ওয়েস্ট ভার্জিনিয়ার (West Virginia) ২৮ বছরের অ্যাশ প্যাট্রিক স্কেডের (Ash Patrick Schade) জন্ম মহিলা রূপে হয়েছিল। কিন্তু তিনি নিজেকে একজন পুরুষ হিসাবে রূপান্তরিত করতে চাইতেন। ২০২০ সালের কয়েক বছর আগে তিনি টেস্টোস্টেরন ও অস্ট্রোজেন ব্লকার (Testosterone and Oestrogen Blocker) সেবন করা শুরু করেছিলেন, যাতে করে তিনি পুরুষ হিসাবে রূপান্তরিত হতে পারেন। কিন্তু ২০২০ সালে আচমকা অ্যাশ প্যাট্রিক স্কেড জানতে পারেন যে তিনি গর্ভবতী হয়ে পড়েছেন।
advertisement
অ্যাশ প্যাট্রিক স্কেড প্রসব করেছেন কন্যাসন্তান
পিএইচডি স্টুডেন্ট এবং মেন্টাল হেলথ ওয়ার্কার হিসাবে কর্মরত অ্যাশ প্যাট্রিক স্কেড জানিয়েছেন যে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তিনি একজন অজানা ব্যক্তির সঙ্গে এক রাত কাটিয়েছিলেন। এর পর তিনি যখন জানতে পারেন গর্ভাবস্থার কথা, তখন বেশ অবাক হয়ে গিয়েছিলেন। অ্যাশ প্যাট্রিক স্কেড তখন সঙ্গে সঙ্গে তাঁর হরমোন চিকিৎসা বন্ধ করে দেন। কারণ তিনি তাঁর গর্ভে থাকা সেই বাচ্চার জন্ম দিতে চেয়েছিলেন। সেই বছরেই অর্থাৎ ২০২২ সালেই অ্যাশ প্যাট্রিক স্কেড তাঁর কন্যাসন্তান রোনানের জন্ম দেন।
আরও পড়ুন-শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিউইয়র্কের রাস্তায় নির্মমভাবে প্রহার ! ঘটনার তীব্র নিন্দা
ডাক্তারও অবাক হয়ে যান
ডেলি স্টারের খবর অনুযায়ী অ্যাশ প্যাট্রিক স্কেড অনেকদিন ধরেই তাঁর জেন্ডার নিয়ে সমস্যায় ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে ছেলে এবং মেয়ের লিঙ্গপরিচিতির মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত হবে। কিন্তু তিনি যখন জানতে পারেন গর্ভাবস্থার কথা, তখন সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি। অ্যাশ প্যাট্রিক স্কেড জানিয়েছেন যে, লকডাউনের সময়টা তাঁর খুব ভালো কেটেছে, কারণ সেই সময়ে সন্তানকে নিজের শরীরে লালন-পালন করছিলেন তিনি। এই কথাটা ভেবে তাঁর খুব আনন্দ হয়েছিল। অ্যাশ প্যাট্রিক স্কেড আরও জানিয়েছেন যে তিনি তাঁর স্বামী জর্ডনের সঙ্গে বর্তমানে থাকেন, জর্ডনও সন্তানের প্রতি খুবই নজর রাখে। তিনি যখন গর্ভবতী হয়ে পড়েন, তখন তার হরমোনাল চিকিৎসা চলছিল। এর মধ্যেও তাঁর গর্ভবতী হওয়ার খবর শুনে, ডাক্তারও বেশ অবাক হয়ে যান। কিন্তু অ্যাশ প্যাট্রিক স্কেড সেই খবরে বেশ আনন্দিত ছিলেন বলেই জানিয়েছেন।