আরও পড়ুন: বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে গণধর্ষণের শিকার! ঝাঁসিতে ভয়ঙ্কর ঘটনা
কী ভাবে ঘটল এমন ঘটনা তা ভেবেই সকলে অবাক হয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, রামেশলালের দুই মেয়ে নিকিতা ও করিশ্মা। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ভোলা ও গণেশের সঙ্গে। কিন্তু দুর্ঘটনাবশত তাঁরা ঠিক পাত্রের সঙ্গে বিয়ে না করে অপর পাত্রের গলায় মালা দিয়েছেন। বিয়ের পোশাকে ঘোমটা এতটাই বড় করে দেওয়া ছিল যে কারও মুখই দেখা যায়নি। এবং রীতি অনুযায়ী তা ওঠানো নিষেধ ছিল। তার উপর লোডশেডিং।
advertisement
আরও পড়ুন: চিরতরে থামল সন্তুরের সুর, প্রয়াত পণ্ডিত শিবকুমার শর্মা
ঘটনাটি ঘটেছে উজ্জয়িনী থেকে ২০ কিলোমিটার দূরে মদনগর তেহসিলের আসলানা গ্রামে। যদিও বিয়ে যে ভুল ছেলেমেয়ের হয়েছে তা জানতে বেশি সময় লাগেনি। বিয়ে শেষে কনে নিয়ে বরযাত্রীর ফিরে যাওয়ার পরই বরেরা দেখতে পান তাঁরা ভুল মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলেছেন। পরে যদিও, পরিবারের সকলে মিলে পরদিনই সঠিক পাত্র-পাত্রীকে আবার বিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।