জানা যায়, সম্প্রতি ওই নাবালিকার পরিয়ডস হয়। এবং সে ব্যথায় ছটফট করতে থাকে! প্রথমবার এমন নয়! তবে এই ব্যথা নিয়ে সে সময় তার পরিবারের লোক খুব একটা চিন্তিত ছিলেন না! মেয়েটির নাম লায়লা খান! সে অক্সফোর্ডে পড়তে যেতে চেয়েছিল। কিন্তু তা সত্যি হবে না কখনই! জানা যায় লায়লার পিরিয়ডসের ব্যথা কমানোর জন্য তার এক বন্ধুর পরামর্শ মতো গর্ভনিরোধক ওষুধ খেতে শুরু করে! নাবালিকার এক বন্ধু তাকে বলে এতে ব্যথা কমবে! সেই মতো লায়লা ২৫ নভেম্বর থেকে এই গর্ভনিরোধক ওষুধ খায়। পিরিয়ডস চলাকালীন দিন গুলোতে। কিন্তু তার ফল হয় ভয়ানক!
advertisement
ডিসেম্বরের ৫ তারিখে হঠাৎ তার বমি হতে শুরু করে! বাথরুমে গিয়ে জ্ঞান হারায় সে! এর পর তার গোটা শরীরে ব্যথা শুরু হয়! সোজা হয়ে দাঁড়াতে পারে না! মেয়ের এই অবস্থা দেখে তার মা ও পরিবারের লোকেরা মিলে হাসপাতালে নিয়ে যান! সঙ্গে সঙ্গে লায়লাকে ভর্তি করে নেওয়া হয়! কিন্তু জানা যায় লায়লার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই নাবালিকার! এই ভয়াবহ খবরে চমকে উঠেছেন বহু মানুষ! কী করে ঘটতে পারে এমন! চিকিৎসকরা বলছেন, কোনও ওষুধ বা যে কোনও সিদ্ধান্ত ডাক্তার না দেখিয়ে নেওয়া উচিত নয়! পিরিয়ডসের ব্যথাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত!