TRENDING:

Viral: নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে ১০৩ বছর বয়সে তৃতীয় বিয়ে বৃদ্ধের! সদ্য বিবাহিতা স্ত্রীর বয়স ৪৯, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral: গত বছর তাঁদের বিয়ে সম্পন্ন হলেও প্রকাশ্যে এসেছে চলতি বছরের জানুয়ারি মাসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল : ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় চর্চায় এ বার এক শতবর্ষীয় স্বাধীনতা সংগ্রামী৷ তিনি ভোপালের হবিব নজর৷ এই বৃদ্ধ কয়েক মাস আগে বিয়ে করেছেন তাঁর থেকে বয়সে অর্ধেকেরও বেশি ছোট মহিলা ফিরোজ জাহানকে৷ ভোপালের ইটওয়ারাতে সম্পন্ন হল তাঁদের নিকাহ৷ দ্বিতীয় স্ত্রী প্রয়াত হওয়ার পর তৃতীয় বার বিয়ে করলেন বৃদ্ধ৷ জানিয়েছেন স্ত্রীর প্রয়াণে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন৷ তাই বিয়ে করেছেন৷
নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন হবিব নজর
নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন হবিব নজর
advertisement

গত বছর তাঁদের বিয়ে সম্পন্ন হলেও প্রকাশ্যে এসেছে চলতি বছরের জানুয়ারি মাসে৷ একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন হবিব নজর৷ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে নবপরিণীতা তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছেন বৃদ্ধ হবিব নজর৷ সেখানে তিনি বলছেন, ‘‘কোথাও কোনও জিনিসের অভাব নেই৷ অভাব শুধু আমার হৃদয়ে৷’’

হবিবের প্রথম বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের নাসিকে৷ দ্বিতীয় বিয়ে তিনি করেছিলেন উত্তর প্রদেশের নাসিকে৷ তাঁর তৃতীয় স্ত্রী ফিরোজেরও এটা দ্বিতীয় বিয়ে৷ স্বামীর প্রয়াণে তিনিও নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন৷ তাই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান৷ তাছাড়া ১০৩ বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে দেখাশোনা করারও কেউ ছিলেন না৷ তাই মানবিকতার খাতিরে তিনি নতুন করে জীবন শুরু করলেন৷

advertisement

আরও পড়ুন : শীতে কোষ্ঠকাঠিন্য আর সর্দিকাশি থেকে চুটকিতে মুক্তি? একখিলি পানের গুণ জানলে অবাক হবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংবাদমাধ্যমকে হবিব নজর বলেছেন, ‘‘আমি ১০৩ বছরের প্রবীণ৷ আমার স্ত্রী ৪৯ বছর বয়সি৷ আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বার বিয়ে করি৷ এর পর দ্বিতীয় স্ত্রীর প্রয়াণে তিনি তৃতীয় বিয়ে করলেন৷ আমি নিঃসঙ্গ বোধ করছিলাম৷ তাই আবার বিয়ে করলাম৷’’ অন্যদিকে কনে ফিরোজ জাহান বলেছেন, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন৷ কেউ তাঁকে এর জন্য জোর করেনি৷ তাঁর স্বামী শারীরিক দিক থেকেও সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে ১০৩ বছর বয়সে তৃতীয় বিয়ে বৃদ্ধের! সদ্য বিবাহিতা স্ত্রীর বয়স ৪৯, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল