গত বছর তাঁদের বিয়ে সম্পন্ন হলেও প্রকাশ্যে এসেছে চলতি বছরের জানুয়ারি মাসে৷ একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন হবিব নজর৷ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে নবপরিণীতা তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছেন বৃদ্ধ হবিব নজর৷ সেখানে তিনি বলছেন, ‘‘কোথাও কোনও জিনিসের অভাব নেই৷ অভাব শুধু আমার হৃদয়ে৷’’
হবিবের প্রথম বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের নাসিকে৷ দ্বিতীয় বিয়ে তিনি করেছিলেন উত্তর প্রদেশের নাসিকে৷ তাঁর তৃতীয় স্ত্রী ফিরোজেরও এটা দ্বিতীয় বিয়ে৷ স্বামীর প্রয়াণে তিনিও নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন৷ তাই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান৷ তাছাড়া ১০৩ বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামীকে দেখাশোনা করারও কেউ ছিলেন না৷ তাই মানবিকতার খাতিরে তিনি নতুন করে জীবন শুরু করলেন৷
advertisement
আরও পড়ুন : শীতে কোষ্ঠকাঠিন্য আর সর্দিকাশি থেকে চুটকিতে মুক্তি? একখিলি পানের গুণ জানলে অবাক হবেন!
সংবাদমাধ্যমকে হবিব নজর বলেছেন, ‘‘আমি ১০৩ বছরের প্রবীণ৷ আমার স্ত্রী ৪৯ বছর বয়সি৷ আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বার বিয়ে করি৷ এর পর দ্বিতীয় স্ত্রীর প্রয়াণে তিনি তৃতীয় বিয়ে করলেন৷ আমি নিঃসঙ্গ বোধ করছিলাম৷ তাই আবার বিয়ে করলাম৷’’ অন্যদিকে কনে ফিরোজ জাহান বলেছেন, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন৷ কেউ তাঁকে এর জন্য জোর করেনি৷ তাঁর স্বামী শারীরিক দিক থেকেও সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন তিনি৷