নেটপাড়ায় নিজের কেরামতিতে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই কুকুরটি, নাম চিমস ওরফে বলটজ। কিন্তু গোটা বিশ্বের মন খারাপ করে দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে মিম আইকন কুকুর চিমস। গত ১৮ অগাস্ট ক্যানসারের অস্ত্রোপচারের সময় মারা যায় চিমস।
আরও পড়ুন: ‘আর কোনওদিন ছেলেটাকে পুজো দেখাতে পারব না,’ দলা পাকানো কান্না যাদবপুরের সন্তানহারা বাবা-মায়ের!
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ নেটিজেনের। সোশ্যাল মিডিয়ায় বিদায় জানিয়ে পোস্ট করছেন তাঁরা। কুকুরের মালিক ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে চিমসের মৃত্যুর কথা জানিয়েছেন। গত ৬ মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিল চিমস।
আরও পড়ুন: ‘ক্যাম্পাসে নেশা করা অধিকার’, নিন্দার মুখে ক্ষমাপ্রার্থনা যাদবপুরের ছাত্রীর
ইন্টারনেটে শিবা ইনু প্রজাতির কুকুর চিমস জনপ্রিয় হয়ে উঠেছিল করোনার সময় থেকে। চিমমকে আবার অনেকে বলটজ নামেও ডাকে। ইনস্টাগ্রামে প্রোফাইলের নামেও রয়েছে বলটজ। পোষ্যটির একটি হাস্যকর ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। দ্রুত নেটিজেনের মনে জায়গা করে নেয় আদরের চিমস।