JU Student Death Case: 'আর কোনওদিন ছেলেটাকে পুজো দেখাতে পারব না,' দলা পাকানো কান্না যাদবপুরের সন্তানহারা বাবা-মায়ের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
JU Student Death Case: নীল আকাশে রোদের ঝলমলানির মাঝে ভেসে বেড়াতে শুরু করেছে সাদা মেঘ। ছেলেকে আরও ভীষণ ভাবে মনে পড়েছে বাবা-মায়ের।
বগুলা: যে ছেলে কারও কষ্ট দেখতে পারত না, যে হই হই করে পাড়ার পুজোয় মেতে থাকত, সেই ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে মারাই গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার হস্টেলে মৃত্যুর ঘটনায় চোখের জল শুকোচ্ছে না বাবা-মা-পরিবারের সদস্যদের। সামনেই আসছে দুর্গাপুজো। নীল আকাশে রোদের ঝলমলানির মাঝে ভেসে বেড়াতে শুরু করেছে সাদা মেঘ। ছেলেকে আরও ভীষণ ভাবে মনে পড়েছে বাবা-মায়ের।
মৃত পড়ুয়ার বাবা রামপ্রসাদ কুণ্ডুর গলায় নানা বিষয়ে আক্ষেপের সুর। আরও বেশি করে মনে পড়ছে গত বছরের পুজোর দিনগুলো। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত বছর অষ্টমীতে সপরিবারে বেলুড় মঠে গিয়েছিলেন পুজো দেখতে। ছিল বড় ছেলেও। সেখানে নদীতে স্নান, অষ্টমীর পুজো, সন্ধ্যায় আরতি দেখে রাতে বাড়ি ফিরেছিলেন সকলে।
advertisement
advertisement
আরও পড়ুন: আচমকা ভ্যাপসা গরমে নাকাল রাজ্যের এই জেলাগুলি, জানুন বিরাট বদলে যাওয়া আবহাওয়ার খবর
বাড়ির পাশে বন্ধ হয়ে থাকা পুজো নতুন করে শুরু করেছিলেন মৃত পড়ুয়ার বাবাই। কিন্তু কীভাবে এবছর এমন শোক সামনে ফের পুজো হবে সেখানে? পুজো হলেও, ঢাকের তালে কি যন্ত্রণাটা আরও বেড়ে উঠবে না? বাবার গলায় কষ্টের কথা, ‘বড় ছেলেটাকে আর কোনওদিন মণ্ডপে নিয়ে যাওয়া হবে না।’ ছেলের মৃত্যুর খবরের পর থেকে দু-চোখের পাতা এক করেননি মা-ও।
advertisement
আরও পড়ুন: ‘ছেলেদের চুমু খাওয়ার সময় বার বার খোঁচা লাগে’, অকপট অর্জুন মাথুর
সেই মা কীভাবে দুর্গার প্রতিমার সামনে গিয়ে দাঁড়াবেন, মনের মধ্যে দলা পাকাচ্ছে সন্তান হারানোর কষ্ট। স্বপ্না কুণ্ডু যেন কথাই বলতে পারছেন না। সামনে কাউকে পেলেই তাঁর একটাই প্রশ্ন, ‘যারা ওকে খুন করল, শাস্তি পাবে তো? বড় ছেলে নেই, কী নিয়ে ফিরব বাড়িতে?’ যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটমায় ইতিমধ্যেই একাধিক গ্রেফতার হয়েছে। তদন্ত করছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 12:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JU Student Death Case: 'আর কোনওদিন ছেলেটাকে পুজো দেখাতে পারব না,' দলা পাকানো কান্না যাদবপুরের সন্তানহারা বাবা-মায়ের!