ঘটনাটা তবে গোড়া থেকেই বলা যাক! মালয়েশিয়ার বাসিন্দা আইমজামা নামক সেই ব্যক্তি জানান, একদিন তিনি দেখেন তাঁর বাড়ির বারান্দার রেলিংয়ে একটি প্যান্টি আটকে রয়েছে! তিনি ভাবেন, নিশ্চয়ই তাঁর স্ত্রী-র প্যান্টি হবে, তাই তিনি সযন্তে প্যান্টিখানি তুলে বাড়ির ভিতরে রেখে দেন। এবার যেই- না প্যান্টি স্ত্রীয়ের নজরে পড়েছে, তিনি তো রাগে অগ্নিশর্মা! ভেবে ফেললেন, নিশ্চয়ই স্বামীর পরকীয়া চলছে এবং অন্য মহিলার প্যান্টি তিনি বাড়িতে নিয়ে এসেছেন! ব্যাস, শুরু ধুন্ধুমার কাণ্ড (Divorce On Underwear)!
advertisement
আরও পড়ুন: ডিজের তালে বাজছে কুমোর পাড়ার গরুর গাড়ি! বর গরুর গাড়িতে চেপে হাজির বিয়ে করতে
ব্যক্তি জানান, সেদিন তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। বারান্দায় একটা প্যান্টি ঝুলতে দেখে, তিনি স্ত্রীয়ের মনে করেই বাড়ির ভিতরে এনে রেখেছিলেন। বাড়ি ফিরে স্ত্রীয়ের রণচণ্ডী মূর্তি (Divorce On Underwear)! প্যান্টিটি তাঁর ছিল না এবং তিনি ধরে নেন, নিশ্চয়ই তাঁর স্বামী অন্য সম্পর্কে লিপ্ত, এবং সেই মহিলার প্যান্টি বাড়িতে নিয়ে এসেছেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না, বারান্দা থেকে আইমজামা প্যান্টিটি তুলে এনেছেন! ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়ে যায়!
আরও পড়ুন: ছাদনাতলায় কনের গলায় মালা পরিয়েই যা কাণ্ড করলেন বর, তুমুল ভাইরাল ভিডিও! দেখুন
মূল বিষয়টি কিন্তু অত্যন্ত সরল! হাওয়ায় আশপাশের বাড়ি থেকে অন্য কোনও মহিলার প্যান্টি এসে আইমজামা-র বারান্দার রেলিংয়ে আটকে ছিল! এতে আইমজামা-র কোনও দোষই ছিল না! কিন্তু তাঁর স্ত্রীকে বোঝায় কার সাধ্যি! তিনি রীতিমতো বিবাহবিচ্ছেদের হুমকি দেন! শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা হলে, তিনি স্বামীর কথা বিশ্বাস করেন! নেটিজেনরা অবশ্য আইমজামা-র এই গল্প শুনে হেসে লুটিয়ে পড়ছেন! হিন্দিতে একটা প্রবাদ আছে, 'খায়া পিয়া কুছ নেহি গিলাস তুড়া বাড়ো আনা', আইমজামার গল্প এক্কেবারেই তাই!
