সম্প্রতি এক পরীক্ষার্থীর উত্তরপত্র ভাইরাল। বিহারের এক ছাত্রীর পরীক্ষার খাতা সম্প্রতি ভাইরাল হয়েছে। পদার্থবিজ্ঞানের উত্তরের জায়গায় প্রেম পত্র লিখেছে ছাত্রী।
আরও পড়ুন: হোলিতে কোন রং মাখবেন? যে সে নয়, রাশি অনুযায়ী বেছে নিন শুভ রং! দোল খেলেই ফিরবে কপাল
advertisement
ভাইরাল ভিডিও অনুসারে, ছাত্রী পরীক্ষার উত্তরপত্রে আরও একটি প্রেমের গল্পও লিখেছেন। ছাত্রী লিখেছেন, প্রেম যখন হয় তখনই হয়। মনের কথা পরীক্ষার খাতাতেই প্রকাশ করেছেন ছাত্রী।
অনেক শিক্ষার্থী লেখাপড়া না করে উত্তরপত্রে টাকা রাখার মতো ঘটনাও বহুবার ঘটেছে। শিক্ষককে পাস করাতে অনুরোধও করে অনেকে। যদিও এমন কাজ করা একেবারেই অনুচিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রেমে পাগল ছাত্রী! পদার্থবিজ্ঞানের পরীক্ষার খাতায় এ কী লিখলেন? দেখে চোখ ছানাবড়া হবে
