TRENDING:

‘আমার মেয়ে এত সুন্দর হতে পারে না...!’ বাবার সন্দেহ থাকায় হল DNA পরীক্ষা, তারপর কী ঘটল?

Last Updated:

ভিয়েতনামে বসবাসকারী এক ব্যক্তি ডিএনএ পরীক্ষার আশ্রয় নেন, যখন তিনি দেখেন যে তাঁর মেয়ে বয়সের সঙ্গে সঙ্গে একটু বেশিই সুন্দর হয়ে উঠছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হ্যানয়: পৃথিবীতে এমন অনেক আজব জিনিস আছে যেগুলো খুঁজতে বের হলে আপনি নিজের থেকেই ৪-৫টা অদ্ভুত ঘটনা খুঁজে পাবেন। যে বিষয়গুলো আগে এত খোলামেলাভাবে আলোচনা করা হত না, সেগুলো এখন বেশ সাধারণ হয়ে উঠেছে। যেমন, আগে কেউ DNA টেস্টের মতো বিষয় নিয়ে ভাবতেও পারত না, কিন্তু আজ এটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর কিছু সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে।
বাবার সন্দেহ থাকায় হল DNA পরীক্ষা, তারপর কী ঘটল? (Photo: Representative Image)
বাবার সন্দেহ থাকায় হল DNA পরীক্ষা, তারপর কী ঘটল? (Photo: Representative Image)
advertisement

ভিয়েতনামে বসবাসকারী এক ব্যক্তি ডিএনএ পরীক্ষার আশ্রয় নেন, যখন তিনি দেখেন যে তাঁর মেয়ে বয়সের সঙ্গে সঙ্গে একটু বেশিই সুন্দর হয়ে উঠছে ! ওই ব্যক্তির সন্দেহ হয় যে সে আদৌ তাঁর মেয়ে কী না। তারপর ডিএনএ টেস্ট করা হল এবং এমন রেজাল্ট বেরোয়, যে তাতে বাবা-মা দু’জনেই স্তম্ভিত!

আরও পড়ুন– ভুলেও ঘাঁটাবেন না, প্রতিশোধস্পৃহা ১৭ বছর ধরে পুষে রাখে কাক, কখন কী করবে কোনও ভরসা নেই

advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি তাঁর কিশোরী কন্যার সৌন্দর্য দেখে সন্দেহ করেছিলেন যে সে আদৌ তাঁর মেয়ে নয়। মেয়েটি ছোটবেলা থেকেই খুব সুন্দর ছিল, কিন্তু যখন সে বড় হতে শুরু করে তখন তার বাবার সন্দেহ আরও গভীর হয় যে তার বাবা অন্য কেউ। অবশেষে একদিন তিনি তাঁর স্ত্রী-র সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং তাঁকে ডিএনএ টেস্ট করাতে বলেন। স্ত্রী রেগে গিয়ে মেয়েকে অন্য শহরে নিয়ে যান এর পরে, মেয়ের স্কুল পরিবর্তনও করেন ৷ এবং অভিভাবকরা একই জন্মদিনে অন্য কোনও মেয়ের জন্ম হয়েছিল কী না, তা জানার চেষ্টা শুরু করে।

advertisement

আরও পড়ুন– দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচেই হার ভারত, পরাজয়ের জন্য দায়ী এই তিন কারণ; কাঠগড়ায় খোদ অধিনায়কই

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একদিন স্কুল পাল্টানোর সময় নতুন স্কুলে পড়ুয়া একটা মেয়ের সঙ্গে ওই মেয়েটির বন্ধুত্ব হয়। তাদের একই জন্মদিন ছিল। তিনি যখন তার নতুন বন্ধুকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তার মায়ের মুখটি তার বন্ধুর সঙ্গে মিল ছিল। এরপর যখন ডিএনএ পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে সে তার মেয়ে। এর পরে উভয় পরিবারই তাদের সখ্যতা বৃদ্ধি করে কারণ তারা চায় তাদের মেয়েরা বড় হওয়ার পর কোথায় থাকবে, তা ঠিক করুক। তবে এর পর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘আমার মেয়ে এত সুন্দর হতে পারে না...!’ বাবার সন্দেহ থাকায় হল DNA পরীক্ষা, তারপর কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল