TRENDING:

Viral: গ্রেফতারের পর ১২৫ বছর শিকলবন্দি হয়ে দাঁড়িয়ে আছে ‘অপরাধী বটগাছ’! চমকে যাবেন কারণ জানলে

Last Updated:

Viral: গত ১২৫ বছরের বেশি সময় ধরে শিকল দিয়ে বাঁধা বটগাছের গায়ে একটি বোর্ডে লেখা রয়েছে ‘আমাকে গ্রেফতার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাছও নাকি অপরাধী! গ্রেফতারের পর তাকেও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ১২৫ বছরের বেশি সময় ধরে। গল্প হলেও সত্যি এ ঘটনা পাকিস্তানের লন্ডি কোটাল এলাকার সেনাছাউনিতে। সেখানে গত ১২৫ বছরের বেশি সময় ধরে শিকল দিয়ে বাঁধা বটগাছের গায়ে একটি বোর্ডে লেখা রয়েছে ‘আমাকে গ্রেফতার করা হয়েছে।’
শিকল দিয়ে বাঁধা বটগাছের গায়ে একটি বোর্ডে লেখা রয়েছে ‘আমাকে গ্রেফতার করা হয়েছে
শিকল দিয়ে বাঁধা বটগাছের গায়ে একটি বোর্ডে লেখা রয়েছে ‘আমাকে গ্রেফতার করা হয়েছে
advertisement

নথিপত্র থেকে জানা যাচ্ছে ১২৫ বছর আগে এক মত্ত ব্রিটিশ সেনা অফিসারের কীর্তি এটা। পেশওয়ার শহরের ক্যান্টনমেন্টে এই আজব গ্রেফতার করেছিলেন ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কুইড। রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় তাঁর মনে হয়েছিল বটগাছটা যেন তাঁর পিছনে গড়াতে গড়াতে আসছে। নিরাপত্তার অভাব বোধ করায় তিনি গ্রেফতার করান ‘অভিযুক্ত বটগাছ’-কে! এর পর থেকে চেনবন্দি অবস্থাতেই দাঁড়িয়ে আছে সেই বটবৃক্ষ।

advertisement

পাকিস্তানি সংবাদমাধ্যমে লেখা হয়েছে ‘‘১৮৯৮ সালে এক মত্ত ব্রিটিশ সেনা অফিসার বটগাছটিকে গ্রেফতার করার জন্য মেস সার্জেন্টকে নির্দেশ দেন। কারণ তাঁর মনে হয়েছিল গাছটি তাঁর দিকে এগিয়ে আসছে। তার পর থেকেই গাছটি শিকলবন্দি।’’ বিতর্কিত গাছটি এখন আকর্ষণ ও পর্যটনের কেন্দ্রবিন্দু। বন্দি বৃক্ষের জন্যই ওই অ‍ঞ্চলের পর্যটনের মাত্রা তুঙ্গে। তবে ব্রিটিশ সেনা আধিকারিকের এই কাজকে নিছক মত্ততার নজির হিসেবে দেখতে নারাজ অনেকেই।

advertisement

আরও পড়ুন : কুলের এত ওষধি গুণ সত্ত্বেও সরস্বতীপুজোর আগে এই ফল খেতে কেন নিষেধ করা হয়? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই ক্যান্টনমেন্টের বাসিন্দা আমরান শিনওয়ারের কথায়, ‘‘এই আচরণের মাধ্যমে উপজাতিদের ভয় দেখাতে চেয়েছিল ব্রিটিশরা। বোঝাতে চেয়েছিল তাঁরা যদি এরকম কিছু করে, তাহলে তাঁদেরও এই হাল হবে।’’ প্রসঙ্গত ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশনস-এর প্রতীক এই বন্দি বটগাছ। ১৯০১ সালে এই কালা আইন বানিয়েছিল ব্রিটিশরা। এই আইন মোতাবেক যে কোনও ঔপনেবেশিক নিয়ম ভাঙলেই স্থানীয়দের শাস্তিদানের ক্ষমতা ছিল ব্রিটিশ শাসকদের। বর্তমানে পর্যটকদের দ্রষ্টব্য এই বন্দি বটগাছ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: গ্রেফতারের পর ১২৫ বছর শিকলবন্দি হয়ে দাঁড়িয়ে আছে ‘অপরাধী বটগাছ’! চমকে যাবেন কারণ জানলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল