Saraswati Puja 2024: কুলের এত ওষধি গুণ সত্ত্বেও সরস্বতীপুজোর আগে এই ফল খেতে কেন নিষেধ করা হয়? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Saraswati Puja 2024: এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
শীতের মরশুমের অন্যতম ফল কুল। মুখরোচক এই ফলের স্বাদ ভাল লাগে না, এমন মানুষ বিরল। কুলের টকমিষ্টি স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন শীতকালের জন্য। স্বাদের পাশাপাশি কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাহজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷ ১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷
কুলের ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে৷ পাকা মিষ্টি কুল হৃদরোগের আশঙ্কাও কম করে৷ মাড়ি থেকে রক্ত পড়া, মুখের ঘা-সহ যে কোনও সমস্যায় কুল উপকারী৷ দাঁত ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখে কুল৷ কোষ্ঠকাঠিন্য দূর হয় কুলের ওষধি গুণে৷
advertisement
তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷ আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্লার মতে, তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 9:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saraswati Puja 2024: কুলের এত ওষধি গুণ সত্ত্বেও সরস্বতীপুজোর আগে এই ফল খেতে কেন নিষেধ করা হয়? জানুন