TRENDING:

বিজ্ঞাপনে তুমুল চমক! টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বিদেশের ভারতীয় (NRI) 'বর' পাবেন বিজয়ী! বিয়ের সুবর্ণ সুযোগ!

Last Updated:

বিজ্ঞাপনে দাবি করা হয়, যিনি এই প্রতিযোগিতায় জিতবেন, তিনি কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয় পাত্রকে বিয়ে করার সুযোগ পাবেন। বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল : সম্প্রতি একটি সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবে। শুধু তাই নয়, এবার অন্যধারার এই বিজ্ঞাপন নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। পঞ্জাবের ভাটিন্ডার এই সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৩ অক্টোবর নিকটবর্তী একটি হোটেলে আয়োজিত হতে চলেছে এক সৌন্দর্য প্রতিযোগিতা। তাতে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
Wedding Viral News
Wedding Viral News
advertisement

কিন্তু অন্যান্য প্রতিযোগিতার থেকে এই বিউটি পেজেন্টের মূল পার্থক্য এর চমকপ্রদ পুরস্কারে। বিজ্ঞাপনে দাবি করা হয়, যিনি এই প্রতিযোগিতায় জিতবেন, তিনি কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয় পাত্রকে বিয়ে করার সুযোগ পাবেন। বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিজ্ঞাপনটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

আরও পড়ুন : অবিশ্বাস্য! শরীর ও মনে যে প্রভাব ফেলে 'ভালোবাসা'! চরম সমীক্ষায় তোলপাড়

advertisement

আরও পড়ুন : রেখা নয়, জয়াও নয়! 'এই' মেয়েই ছিল Big B-র প্রথম প্রেম, দেখা কলকাতাতেই! চিনে নিন...

সৌন্দর্য প্রতিযোগিতার বিজ্ঞাপনের এই বিতর্কিত পোস্টার ভাটিন্ডার বিভিন্ন জনবহুল এলাকায় সেঁটে দিয়েছিলেন উদ্যোক্তারা। বিজ্ঞাপনে এ-ও লেখা হয়, প্রতিযোগিতা কেবল সাধারণ শ্রেণির নারীদের জন্য। অর্থাৎ, তফসিলি ও অনগ্রসর জনজাতির মহিলারা অংশ নিতে পারবেন না প্রতিযোগিতায়। পোস্টারের ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু মানুষ বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে প্রতিবাদ জানাতে থাকেন। তার পরই উদ্যোক্তারা ফোন বন্ধ করে দেন বলে অভিযোগ। অভিযোগ জানানো হয় পুলিশেও।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সুরিন্দর সিংহ ও রাম দয়াল সিংহ জরুয়া নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা, নারীর সম্মানহানি-সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে দুজনের বিরুদ্ধে। যে হোটেলে ওই সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হবে বলে দাবি করা হয়, সেই হোটেল কর্তৃপক্ষর দাবি, এই ধরনের কোনও প্রতিযোগিতার জন্য তাঁরা অগ্রিম বুকিং নেননি। তবে এই বিজ্ঞাপন এখন কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিজ্ঞাপনে তুমুল চমক! টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বিদেশের ভারতীয় (NRI) 'বর' পাবেন বিজয়ী! বিয়ের সুবর্ণ সুযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল