সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বন্যপ্রাণী সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন। আসলে, অনেকেই বন্য প্রাণীদের মজাদার ভিডিও এবং তাদের সাথে সম্পর্কিত অনেক গভীর তথ্য বা রহস্য দেখতে এবং জানতে পছন্দ করে। এই কারণেই নেটিজেনরা প্রায়শই ইন্টারনেটে এমন ভিডিওগুলি সন্ধান করে। এই ভিডিও অনেকটা তেমনই। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তার বাড়ির বাগানে এক ব্যক্তি ছুটির দিনে লাউঞ্জ চেয়ারে বসে নিজের মনে মোবাইল ঘাটছেন। তখনও তিনি বুঝতে পারেননি বিপদ তার বাড়িতে প্রবেশ করে গিয়েছে।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ ওই ব্যক্তির বাড়ির বাগানে এক বিশালার ভাল্লুকের আগমন। গুটি গুটি পায়ে ভাল্লুকটি তার সামনে চলে আসে। হঠাৎ ওই ব্যক্তির নজরে আসে তার সামনে ভাল্লুক। হঠাৎ ভাল্লুক এল কোথা থেকে তা বুঝেই উঠতে পারছেন না ওই ব্যক্তি। চমকে ওঠায় ভাল্লুকটি দেখে ফেলে তাকে। তখন মানুষ-ভাল্লুকে চোখাচোখি। ওই ব্যক্তির চোখেমুখে তখন মৃত্যুভয়। ভাবছেন এই বুঝিয়ে ঝাপিয়ে পড়ল তার গায়ে। ভবলীলা সাঙ্গ হল।
আরও পড়ুনঃ ভারতের কোন টাকায় ছাপা নেই আরবিআই, নেই গভর্নরের স্বাক্ষর, উত্তর অজানা ৯৯ শতাংশের
এর পরের ঘটনা যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। ওই ব্যক্তি যখন মৃত্যুভয়ে উঠে পালানোর সাহসটুকুও পাচ্ছেন না। তখন ভাল্লুকটি তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে উল্টে নিজেই পালিয়ে যায়। তারও হয়তো এই ব্যক্তিকে দেখে একই অবস্থা হয়েছিল। এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মানুষকে ভয় পেয়ে ভাল্লুকের এমন পালানোর ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।