TRENDING:

Viral: কাকের প্রেমে পড়ে গেল গুন্ডা! তারপর যা ঘটাল, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

মানুষ নানা ধরনের পাখি বাড়িতে পোষে। কাক ঝাড়ুদার পাখি। এরা পরিবেশকে পরিস্কার রাখতে সাহায্য করে। কিন্তু এই উপকারী পাখিকে কেউ বাড়িতে পোষার কথা কেউ ভাবে না। কিন্তু সেই অদ্ভুত কাণ্ড করে দেখালেন এক ইংল্যান্ডে বাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানুষ নানা ধরনের পাখি বাড়িতে পোষে। কাক ঝাড়ুদার পাখি। এরা পরিবেশকে পরিস্কার রাখতে সাহায্য করে। কিন্তু এই উপকারী পাখিকে কেউ বাড়িতে পোষার কথা কেউ ভাবে না। কিন্তু সেই অদ্ভুত কাণ্ড করে দেখালেন এক ইংল্যান্ডে বাসী। তিনি অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কিন্তু প্রথমে কাক একদম পছন্দ করতেন না, কিন্তু হঠাৎ সে একটি কাকের ভালবেসে ফেলে। তিনি নিজে রাখতেন তার খেয়াল। পাশাপাশি যত্ন নিতেন কাকটির। কিন্তু কেন তিনি কাকটিকে নিজের কাছে রাখলেন জানলে অবাক না হয়ে পারবেন না।
advertisement

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সালফোর্ড শেরিফ ইংল্যান্ডে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যাযাবরের মতো জীবনযাপন করতেন। একটা সময় ছিল যখন তিনি কাক একদম পছন্দ করতেন না। শেরিফ সব সময় কাক থেকে দূরে থাকতেন। কিন্তু হঠাৎ তিনি একটি কাকের সঙ্গে বন্ধুত্ব করেন।

আরও পড়ুন: ছবির প্যাটার্নের আড়ালে লুকিয়ে প্রাণীটি, ১০ সেকেন্ডের মধ্যে পারবেন কি খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!

advertisement

তিনি কাকের নাম দিয়েছেন রাসেল। একদিন রাস্তার মাঝখানে আহত অবস্থায় পেয়েছিলেন কাকটিকে। সে পড়ে ছিল রাস্তায়। তাকে তখন রাস্তা থেকে তুলে আনেন শেরিফ। তাকে চিকিৎসা করে সারিয়ে তোলেন। তারপর মায়া পরে যায় ওই কাকটির ওপর। ভালবেসে ফেলেন কাকটিকে।

আরও পড়ুন: বাজারে গিয়ে আর ঠকতে হবে না, দেখে নিন পদ্মার ইলিশ ও গঙ্গার ইলিশ চেনার উপায়

advertisement

সেই থেকে শেরিফ তাকে নিজের কাছে রেখে দেন। রোজ নিজেই তার যত্ন নিতেন। শেরিফ অসামাজিক কাজ করতেন। কিন্তু কাকটিকে পেয়ে, তার যত্ন নেওয়ার মধ্য দিয়ে তিনি বুঝতে পারেন যে তার ভেতরেও একটি ইতিবাচক মানুষ লুকিয়ে আছে।

সালফোর্ড শেরিফ ও তাঁর প্রিয় রাসেল

advertisement

শেরিফ একটি কুখ্যাত গ্যাংয়ের সদস্য ছিলেন। সেই মানুষটি তার প্রাণের প্রিয় বন্ধু কাকটিকে পেয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন। আর এই পরিবর্তন তার ভিতর থেকেওই আসে স্বাভাবিক ভাবে। তিনি জানিয়েছেন যে এখন তিনি প্রতি সপ্তাহে প্রায় ৫০০০ টাকার খাবার খাওয়ান কাকদের। খাবারের মধ্যে থাকে স্টেক, মাছ, বাদাম ইত্যাদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ এমন অনেক ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে কাকের সেবা করতে দেখা যায়। শেরিফ জানান রাসেল তার সব সময়ের সঙ্গী হয়ে উঠেছিল। সব জায়গায় রাসেল যেত তাঁর সঙ্গে। শেরিফ তাকে বোতল থেকে কীভাবে জল খেতে হয় তাও শিখিয়েছিলেন। যখনই সে কাজে যেত, কাকটিও সেখানে যেত। ঘণ্টার পর ঘণ্টা তাঁর জন্য অপেক্ষা করত। শেরিফকে প্রতি দুই ঘণ্টা পরপর তাকে খাবার খাওয়াত। ভোর ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত সে দুঘণ্টা ছাড়া খাবার দিত। তবে বর্তমানে কাক উড়ে গিয়েছে। তাই শেরিফ তাঁর আদরের রাসেলকে খুব মিস করেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: কাকের প্রেমে পড়ে গেল গুন্ডা! তারপর যা ঘটাল, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল