TRENDING:

Gift: নাম গোপন রেখে প্রিয়জনকে উপহার দিতে চান? ভালবাসার সপ্তাহে এক ক্লিকেই সব সমাধান

Last Updated:

Valentine's Day Gift: আপনার প্রিয়জনের প্রিয় খাবারের সঙ্গে অর্ডার দিতে পারবেন যেকোনও ধরনের উপহার জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শহরজুড়ে এখন ভালবাসার মরশুম। সবে শেষ হয়েছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজো। শুক্রবার থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে প্রেমের সপ্তাহ বা Valentine’s Week। প্রেম-ভালোবাসার সপ্তাহ এটি। অনেকেই প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করতে এবং ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। কারও জীবনে নতুন পার্টনারের অপেক্ষা, কেউ বা বহু পুরানো সম্পর্কে একটু চাঙ্গা করতে চান। আর এই প্রেমের সপ্তাহে প্রিয় মানুষদের উপহার দেওয়ার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করল ‘Khaabarwala’ অ্যাপ।
advertisement

ভার্চুয়ালি পদ্ধতিতে আপনার নিজের প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে পারবেন ইমোজি স্টিকার ছাড়াও তাও আবার বাড়িতে বসে বা অফিসে বসে শহরের যে কোন প্রান্ত থেকে। আপনি আপনার প্রিয়জনের,প্রিয় খাবারের সঙ্গে অর্ডার করে দিতে পারবেন গিফট,চকলেট বা টেডি বিয়ার। তবে এর জন্য শুধু প্রয়োজন হাতে মুঠোফোনটি।

আরও পড়ুনঃ ৬০-এ দাঁড়িয়েও ২০-র মতো ফুটবে যৌবন! ঝিমিয়ে পড়া পুরুষত্বে আসবে জোয়ার, সস্তার এই শাকে শরীর তেজি ঘোড়া

advertisement

প্লে স্টোরে গিয়ে আপনি ‘খাবারওয়ালা’ অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইল নম্বরটি নথিভুক্ত করুন। সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে দিন এবং তারপরেই আপনার লোকেশন অন করে যে জায়গায় খাবারটি পৌঁছাতে হবে সেই জায়গা লোকেশনটি দিয়ে দিন।

View More

লোকেশন অন হয়ে গেলেই একটু ফোনটি স্ক্রল করুন দেখতে পাবেন। ‘ V- Day ‘ বলে স্পেশ্যাল অপশন রয়েছে। সেখানে আপনি গিফট, গ্রিটিংস কার্ড, চকলেট, টেডি বিয়ার বুক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে প্রিয় মানুষের নম্বর এবং তার বাড়ির লোকেশন দিয়ে পাঠিয়ে দিতে পারবেন তার কাছে। ভার্চুয়ালি ভাবে হলেও আপনার প্রিয় মানুষ পেয়ে যাবে সরেজমিনে আপনার পছন্দ করা গিফট হোক বা চকলেট এবং খাবার।

advertisement

তবে এর মধ্যে একটি মজার বিষয় রয়েছে। আপনি চাইলে আপনার কাছের মানুষকে হতবাক করার জন্য নিজের নাম গোপন রাখতে পারবেন। তাই এবার আপনি আপনার নিজের পছন্দের প্রিয় মানুষকে কিছু উপহার দিতে চাইলে অবশ্যই ট্রাই করে দেখুন এই অ্যাপটি। তবে এই অ্যাপটি কিন্তু শুধুমাত্র প্লে স্টোরেই পাওয়া যাবে অ্যাপেল স্টোরে আপনি এই অ্যাপটি পাবেন না।

advertisement

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Gift: নাম গোপন রেখে প্রিয়জনকে উপহার দিতে চান? ভালবাসার সপ্তাহে এক ক্লিকেই সব সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল