সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে যে, রাতে দর্শন দেওয়ার পরে সকাল হতেই নিজের অডি গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন প্রেমানন্দ মহারাজ। আর সেই মুহূর্তেই তাঁর গাড়ির সামনে চলে আসে আর একটি গাড়ি। যা দেখে থমকে যায় মহারাজজির গাড়িটি। আর সেই গাড়ি থেমে যেতেই সেখানে ভিড় জমিয়ে দেন ভক্তরা। আসলে এই ভিডিওটি ভাইরাল হয়েছে একটি ইউটিউব চ্যানেল থেকে। যার নাম মেরে বৃন্দাবন। ভিডিওটি ওই চ্যানেলে আপলোড হওযার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে।
advertisement
এদিকে ওই জায়গায় খুব অল্প সময়ের জন্যই থেমেছিল মহারাজ প্রেমানন্দের গাড়িটি। আসলে তাঁর গাড়ির সামনে অন্য একটি গাড়ি চলে আসার কারণেই সেটি থেমে গিয়েছিল। যেহেতু রাস্তাটি বেশ সরু ছিল, তাই মহারাজজির করসেবকরা সেখানে গাড়িটি থামানোর সিদ্ধান্ত নেন। ফলে মুহূর্তের মধ্যে গাড়িটি ঘিরে ফেলেন ভক্তরা। কারণ সেই গাড়িটিতে বসেছিলেন স্বয়ং মহারাজজি। আর একেবারে সামনে থেকে প্রেমানন্দ মহারাজের দর্শন পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত ভক্তরাও। এদিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরও একবার নিজের ভক্তদের ভালবাসা এবং আশীর্বাদও দিয়েছেন মহারাজ।