কম দামে পুরনো বাড়ি কেনেন দম্পতি, কার্পেট সরাতেই ‘গুপ্তধন’! আনন্দে নাচতে শুরু করলেন দু’জনেই

Last Updated:

পুরনো এবং অকেজো জিনিসপত্র সরিয়ে ফেলা হয় সবার আগে। আর এই করতে গিয়েই কখনও সখনও হাতে ঠেকে ‘গুপ্তধন’।

কম দামে পুরনো বাড়ি কেনেন দম্পতি, কার্পেট সরাতেই ‘গুপ্তধন’! (Representative Image-Canva)
কম দামে পুরনো বাড়ি কেনেন দম্পতি, কার্পেট সরাতেই ‘গুপ্তধন’! (Representative Image-Canva)
পুরনো বাড়ি কিনলে নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাই রেওয়াজ। গৃহপ্রবেশের আগে ঝাড়পোঁছ চলে। রঙ করানো হয়। তারপর আসে নতুন আসবাব। পুরনো এবং অকেজো জিনিসপত্র সরিয়ে ফেলা হয় সবার আগে। আর এই করতে গিয়েই কখনও সখনও হাতে ঠেকে ‘গুপ্তধন’।
সম্প্রতি এক দম্পতির সঙ্গে এমনটাই ঘটেছে। পুরনো বাড়ি কিনেছিলেন তাঁরা। নিজের মতো করে সাজাচ্ছিলেন। মেঝের পুরনো কার্পেট তুলে নতুন কার্পেট পাততে যেতেই চক্ষু চড়কগাছ! এমন কাণ্ড হবে ভাবতেও পারেননি তাঁরা। সেই ভিডিওই ভাইরাল হয়েছে টিকটকে।
advertisement
advertisement
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, জশ এবং এমিলি (Josh and Emily) নামের এক দম্পতি পুরনো বাড়ির কার্পেট পাল্টাতে গিয়ে দেখেন নীচে ঝকঝকে কাঠের মেঝে। কার্পেট নোংরা হয়ে গিয়েছিল। কয়েক জায়গায় ছিঁড়েও গিয়েছে। সে জন্যই কার্পেট পাল্টানোর কথা ভাবেন তাঁরা। সেই করতে গিয়েও এমন গুপ্তধন মিলবে কে জানত!
কাঠের মেঝে অত্যন্ত ব্যয়বহুল। বসাতেও অনেক ঝক্কি। মোটা টাকা খরচ হয়। তাই এমন কাঠের মেঝে জশ আর এমিলির কাছে গুপ্তধনের চেয়ে কিছু কম নয়। মেঝেতে সূক্ষ কারুকাজ রয়েছে। প্রাচীনকালে মেঝেতে হিরের আকৃতির ডিজাইন করা হত। তাঁদের মেঝেটাও সেরকমই। পুরো ঘটনার ভিডিও করেন যোশ। পোস্ট করেছেন টিকটকে। সেখানে দেখা যাচ্ছে, এমন মেঝে পেয়ে এমিলি খুব খুশি। চিৎকার করে বলছে, “দারুণ, দারুণ।’’
advertisement
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, একটা ছোট ঘরে কাঠের মেঝে করতে প্রায় ২ লাখ টাকার মতো খরচ হয়। অধিকাংশ মানুষ তাই এড়িয়েই যান। জশ আর এমিলির বাড়িতে দুটো ঘর। একটা বড় ডাইনিং। পুরো মেঝেটাই কাঠের। কাঠ অনুযায়ী দাম হয়। ভাল কাঠ হলে বাড়ির দামও বাড়ে। এক্ষেত্রে জশ আর এমিলির লক্ষ লক্ষ টাকা বেঁচে গিয়েছে বলাই বাহুল্য।
advertisement
টিকটকে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে ভিডিও। অনেকেই বলছেন, জশ আর এমিলি লটারি জিতেছেন। কেউ কেউ আবার লিখেছেন, “কার্পেট সরাতেই গুপ্তধন।’’ গুপ্তধন হোক বা লটারি জশ আর এমিলি বেজায় খুশি, পড়ে পাওয়া চোদ্দ আনা বলে কথা!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কম দামে পুরনো বাড়ি কেনেন দম্পতি, কার্পেট সরাতেই ‘গুপ্তধন’! আনন্দে নাচতে শুরু করলেন দু’জনেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement