আরও পড়ুন– সরকারি হাসপাতালে সিসিটিভি বসাতেও ‘কাটমানি’! বিস্ফোরক দাবি শুভেন্দুর
আসলে, শ্যামদেউরওয়া থানা এলাকার পরতাওয়াল মোড়ে দীর্ঘদিন ধরে একটি অবৈধ স্পা সেন্টার চালু ছিল। পরতাওয়াল কাপ্তানগঞ্জ সড়কে অবৈধভাবে পরিচালিত স্পা সেন্টারের কারণে আশপাশের লোকজন খুবই বিরক্ত। স্পা সেন্টারে পতিতাবৃত্তি নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার বিক্ষুব্ধ জনতা বেশি প্রতিবাদ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পদক্ষেপ নেয়। ভিড়ের মধ্যে উপস্থিত বোরখা পরা এক মহিলাও থানার অফিসারের প্রশংসা করে বলেন, ‘‘আমি আপনাকে চিনতে পেরেছি।’’ একথা শুনে পুলিশ অফিসারও হেসে ফেলেন।
advertisement
আরও পড়ুন– ‘আমার মেয়ে এত সুন্দর হতে পারে না…!’ বাবার সন্দেহ থাকায় হল DNA পরীক্ষা, তারপর কী ঘটল?
পুলিশে স্পা সেন্টারটি আপাতত সিল করে দিয়েছে। স্পা সেন্টার থেকে পাওয়া কাগজপত্রও বাজেয়াপ্ত করেছে। স্পা অপারেটর কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায়, স্পা সেন্টারটি সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয় পুলিশ ৷