TRENDING:

World Largest Family: ১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার বৃদ্ধের! জেলা ঘোষণা করার দাবী নেটিজনদের

Last Updated:

World Largest Family: ১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার ষাটোর্ধ্ব বৃদ্ধের! জেলা ঘোষণা করার দাবী নেটিজনদের৷ নাতি নাতনিদের সংখ্যা পাঁচশোরও বেশি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামপালা: একজন মানুষের অগুনতি স্ত্রী৷ সন্তানের সংখ্যাও সেঞ্চুরি অতিক্রান্ত৷ নাতি-নাতনির সংখ্যা এত যে, তা না কি গুনে শেষ করা যায় না৷ নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে সে কে? সেটাই এবার ভালো করে জানা যাক৷
১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার বৃদ্ধের!
১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার বৃদ্ধের!
advertisement

আজকালকার দিনে শহরে হোক বা গ্রামে, যৌথ পরিবারের সংখ্যা হাতে গোনা৷ অথচ একটা সময়, সবাই যৌথ পরিবারেরই সদস্য ছিলেন৷ এখনকার দিনে পরিবার টুকরো টুকরো হয়ে গিয়েছে৷ আগের মতো সন্তান সংখ্যাও এখন লোকেরা বুঝে শুনে বেছে নেন৷ কারণ আর কিছুই না, কাজের চাপ, সময়ের সঙ্গে সঙ্গে জীবনধারণের খরচ বৃদ্ধি৷ কিন্তু এমন পরিস্থিতিতেও উগান্ডার এক ব্যক্তি অবিচল৷ এক ছবিতে দেখা গিয়েছে, তাঁর এত বড় পরিবার যে, এক ছবিতে সবাইকে আটানো সম্ভব হয়নি৷ জানা গিয়েছে সব মিলিয়ে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৭০০৷ যা দেখে লোকজন বলতে শুরু করেছে, পরিবারটিকে আলাদা করে জেলা হিসাবে ঘোষণা করে দেওয়াই ভালো৷

advertisement

আরও পড়ুন : সোনা-রুপো ফেল, বিয়েতে মূল্যবান উপহার পেতেই শ্বশুরকে জড়িয়ে ধরল জামাই!

ব্যাপারটা কী? ভারতের বিখ্যাত ট্র্যাভেল ব্লগার হর্ষ রাই৷ প্রায় এক লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর৷ তিনি উগান্ডায় ঘুরতে গিয়েছিলেন৷ সেখানেই বিশেষ এই ব্যক্তির সঙ্গে দেখা হয় তাঁর৷ কথা প্রসঙ্গে হর্ষ জানতে পারেন, সেই ব্যক্তির বয়স ৬৭৷ তাঁর বউ-এর সংখ্যা ১২! রয়েছে ১০২-এর বেশি সন্তান৷ নাতি নাতনিদের সংখ্যা ৫০০-এরও বেশি৷ এই ব্যক্তির নাম মুসা হাসিয়া কাসেরা৷ প্রায় সাতশো লোকের পরিবারের প্রধান তিনি৷ যা কার্যত রেকর্ড৷

advertisement

আরও পড়ুন : বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ ‘তোফা’ স্বামীর, দাম শুনলে চোখ কপালে উঠবে!

বিবিসি-এর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে৷ মিজোরামের জিওনা চানা পরিবার। ২০২১ সালে ৭৬ বছর বয়সে জিওনা মারা যান। তাঁর ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান ছিল৷ শত শত নাতি-নাতনি রেখে গিয়েছেন তিনি। তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুসা৷ তিনিই এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক৷ তাঁর ১০২টি সন্তান এবং ৫৭০ এর বেশি নাতি-নাতনি রয়েছে বলেই খবর৷ মুসা ২০ থেকে ৩০টি বাড়ির মালিকও!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হর্ষের শেয়ার করা ভিডিওটি ৫৫ লাখ ভিউ পেয়েছে৷ অনেকে কমেন্টও করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, “…তাহলে জেলা হিসেবে ঘোষণা করছেন না কেন?” অন্য একজন জিজ্ঞেস করেছেন, ওই ব্যক্তির বয়স অনেক৷ সবার নাম কী করে মনে রাখবে? আর একজন বলেছেন, ব্যক্তিটি পৃথক সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
World Largest Family: ১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার বৃদ্ধের! জেলা ঘোষণা করার দাবী নেটিজনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল