ব্যাপারটা সত্যি খুব আশ্চর্য্যের। আমরা বন্যপ্রাণীদের সাধারণত চিড়িয়াখানা কিংবা জঙ্গল সাফারি তে কাছ থেকে দেখতে পায় । তাই বিল্ডিংয়ে হঠাৎ দুটো গণ্ডারকে দেখে সেখানে উপস্থিত লোকেদের ঘাম ছুটে গেছিল। ওই বিল্ডিংয়ের একটি ঘরের ভিতর থেকে একজন ব্যক্তিকে ওই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করতে দেখা যায়। ভিডিওশুট করার সময় তিনি বলে ওঠেন "ওহ মাই গড।" পোস্টের ক্যাপশনে, IFS অফিসার লিখেছেন, "আপনি হয়ত আগে 'ঘরে হাতি' দেখেছেন... এখানে চিতওয়ান ন্যাশনাল পার্কের একটি ঘরে আরেকটি মেগা তৃণভোজী প্রাণীকে দেখতে পাবেন ।"
advertisement
এই ভিডিওটি শেয়ার করার কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ৪৮,০০০ ভিউস এবং ২০০০ এর বেশি লাইক অর্জন করেছে ৷
কিছু টুইটার ব্যবহারকারী নিজেরদের মন্তব্য পোস্ট করেছেন। একজন ব্যক্তি লিখেছেন "মনে হচ্ছে কেউ আবার জুমানজির পাশা ঘুরিয়েছে। " অপর ইউসার কমেন্ট করেছেন , "এই দৃশ্যটি আমাকে জুমানজির কথা মনে করিয়ে দেয়।"