যাত্রীদের চোখের সামনে, সমুদ্রের দিক থেকে দানবীয় ঢেউ উপকূলে আছড়ে পড়ে। বিমানের জানলা দিয়ে উপরের দিক থেকে সমুদ্রের দৃশ্য রেকর্ড করা হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পানির গতিবেগ কতটা ভয়ংকর। ভিডিওটি এক্স (সাবেক টুইটার)–এ ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন: ভারতের এই রাজ্যে বৃষ্টি নামলেই মাটির নিচ থেকে উঠে আসে হীরে! ৯৯% মানুষই জানেন না ঘটনাটি…
advertisement
এই ভিডিওটি “Goboovi” নামে এক্স হ্যান্ডলে শেয়ার করা হয় ৩০ জুলাই ২০২৫ তারিখে, যেখানে লেখা হয় — “হাওয়াই সুনামি বিমানের ভিতর থেকে ক্যামেরাবন্দি।” তবে News18 বাংলা এই ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এই ভয়ঙ্কর সুনামির কারণ ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বুধবার সকালে হওয়া ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। কম্পনের গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার এবং এটি সাম্প্রতিক বছরের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি।
আরও পড়ুন: কোহিনূরের বদলা! ব্রিটিশ মিউজিয়ামের ডোনেশন বাক্সে ১০ টাকা রাখলেন ভারতীয়, দেখুন ভিডিও…
এই ঘটনার পরপরই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই, আলাস্কা, জাপান, গুয়াম এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে।
আধিকারিকদের মতে, প্রায় ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ হাওয়াই সহ একাধিক অঞ্চলে আছড়ে পড়তে পারে। প্রথম ঢেউ সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছানোর সম্ভাবনা ছিল।
হোনোলুলু শহরে বিকেলের ট্র্যাফিক আওয়ারে সুনামি সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। রাস্তাগুলি গাড়িতে ভরে যায়, এবং বাসিন্দারা দ্রুত উঁচু এলাকায় সরে যেতে থাকেন। রাজ্য সরকার সমস্ত স্কুলের সন্ধ্যার পরের ক্লাস ও কার্যক্রম বাতিল করে।
জাপানে, ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও, উপকূলবর্তী এলাকাগুলোর প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়।
রাশিয়ায় এই ভূমিকম্প পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে বাড়িঘরের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার কারণ হয়। এখানেও ৬.৯ মাত্রার মতো শক্তিশালী আফটারশক অনুভূত হয়। ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, এটি ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।