দেখেই বোঝায় যায় এটি দক্ষিণ ভারতের একটি স্টেশন৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি রেল স্টেশন৷ তবে স্টেশনটি অন্ধ্রপ্রদেশেই অবস্থিত৷ কেউ কেউ দাবি করেন, এটি ক্ষুদ্রতম স্টেশন যার নাম বৃহত্তম৷ এই স্টেশনের নামটি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনের নামের মধ্যে বৃহত্তম বলেও দাবি করা হয়৷
আরও পড়ুন: জয় শ্রীরামের পাল্টা বন্দে ভারতে পাথর? বিস্ফোরক শুভেন্দু, চক্রান্তের অভিযোগ কুণালের
advertisement
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
এ বার উচ্চারণের বিষয়ে আসা যাক৷ ‘Venkatanarasimharajuvaripeta’, ঘাবড়ে যাবেন না, আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব৷ প্রথমে পাঁচটি বর্ণ নিন, Venkata - অর্থাৎ ভেঙ্কট৷ তারপর দ্বিতীয় শব্দটি narasimha - নরসিমহা৷ এর পর তৃতীয় শব্দটি raju - রাজু৷ এর পর শেষ শব্দটি, varipeta - ভারিপেতা৷ অর্থাৎ পুরো স্টেশনের নাম দাঁড়াল ভেঙ্কটনরসিমহারাজুভারিপেতা৷ হ্যাঁ, এ বার আর ভুল হবে না৷
এই স্টেশনটি দুই রাজ্যের সীমান্তবর্তী একটি ছোট্ট স্টেশন৷ এখানে মূলত স্থানীয় লোকাল ট্রেন কিছু দাঁড়ায়, তবে মেল বা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না৷ তবে এই স্টেশনের খ্যতি এর নামকরণের জন্যে৷