TRENDING:

Viral: ঘিরে থাকলে মেরে ফেলে! ১০ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার উত্তর খুঁজলে আপনি বুদ্ধিমান

Last Updated:

ব্রেন টিজার সংক্রান্ত ছবিতে লেখা রয়েছে, “অলওয়েজ ইন ইউ, সামটাইমস অন ইউ; ইফ আই সারাউন্ড ইউ, আই ক্যান কিল ইউ। হোয়াট অ্যাম আই?”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেকেই ব্রেন টিজার বা ধাঁধার খেলা খেলতে ভালবাসেন। অবসর সময়ে এমন ধাঁধা নিয়ে চর্চাও করে থাকেন তাঁরা। শুধু তা-ই নয়, ইন্টারনেটের যুগে আজকাল সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় এই ধরনের ব্রেন টিজার বা ধাঁধার খেলা। এই চ্যালেঞ্জ সমাধান করলে বুদ্ধি বাড়ে, সেই সঙ্গে মস্তিষ্কের তীক্ষ্ণতাও পরীক্ষা করা যায়। আজ ভাইরাল হওয়া এমনই এক ধাঁধার খেলার বিষয়ে কথা বলা যাক। দ্রুত জটিল এই ধাঁধার খেলার সমাধান করার মাধ্যমে নিজের দক্ষতা এবং বুদ্ধির জোর পরীক্ষা করে নেওয়াই যায়।
ঘিরে থাকলে মেরে ফেলে! ১০ সেকেন্ডের মধ্যে উত্তর খুঁজে পেলেই আপনি বুদ্ধিমান
ঘিরে থাকলে মেরে ফেলে! ১০ সেকেন্ডের মধ্যে উত্তর খুঁজে পেলেই আপনি বুদ্ধিমান
advertisement

ইনস্টাগ্রামের অপটিক্যাল ইলিউশন নামের একটি পেজ থেকে সম্প্রতি এই ব্রেন টিজার বা ধাঁধার খেলাটি শেয়ার করা হয়েছিল। ব্রেন টিজার সংক্রান্ত ছবিতে লেখা রয়েছে, “অলওয়েজ ইন ইউ, সামটাইমস অন ইউ; ইফ আই সারাউন্ড ইউ, আই ক্যান কিল ইউ। হোয়াট অ্যাম আই?”

আরও পড়ুন: প্রাচীন কালেও খেলা হত লুডো! কী কী নামে পরিচিত ছিল এই খেলা, জানলে চমকে যাবেন

advertisement

ধাঁধাটা বেশ কঠিন বলে মনে হতে পারে। কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ধাঁধার সমাধান করতে গিয়ে বেশ মজাই পাচ্ছেন।ফলে কেউ কেউ রীতিমতো মন-প্রাণ লাগিয়ে এই ধাঁধার সমাধান খুঁজে বার করার চেষ্টা করছেন। তো অনেকেই আবার বিষয়টিকে বেশ মজাচ্ছলেই নিচ্ছেন।

এই ধাঁধা সংক্রান্ত পোস্টটির কমেন্ট বাক্সে উপচে পড়েছে নানা মজার মজার উত্তর। আর অপ্রত্যাশিত এই সব উত্তরের মধ্যে অন্যতম হল রক্ত, শয়তান, কোভিডের জেরে ডিপ্রেশন, জীবাণু, খরচ ইত্যাদি।

advertisement

তাহলে এবার কি উত্তরটা অনুমান করা গেল? যদি এই ধাঁধার সমাধান খুঁজতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে থাকেন, তাহলে চিন্তা নেই। এর সমাধান এখানেই লুকিয়ে রয়েছে। এর সঠিক উত্তর হল জল। আসলে মানব দেহ কিংবা মানব জীবনের একটা তাৎপর্যপূর্ণ অংশ জুড়ে থাকে জল। আর তা আমাদের আশেপাশে নানা রূপেই থাকে। যেমন – আমাদের যখন ঘাম হয়, অথবা আমরা যখন স্নান করি কিংবা আমরা যখন বৃষ্টি ভিজি। এভাবেই জল আমাদের ঘিরে থাকে। আবার সাঁতার কাটার সময়েও জল আমাদের চারপাশে থাকে। তবে সেখানে কিন্তু সমস্যা একটা আছে। সাঁতার না জানলে জলে ডুবে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুটবলে মেতে জলদাপাড়ার ছোট্ট হাতিশাবক, ভাইরাল ভিডিও দেখে অবাক সবাই
আরও দেখুন

এটা তো গেল এই ধাঁধাটার সমাধান। এর আগে ওই পেজে আর একটি ব্রেন টিজার পোস্ট করা হয়েছিল। সেখানে মজা করে বুদ্ধি প্রয়োগ করে একটা হাতুড়িতে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছিল। যা দেখে আশ্চর্য হয়েছিলেন নেটিজেনরা। তাঁদের মনে তৈরি হয়েছিল এক প্রকার বিভ্রম। অনেকেই আসলটা কোনটা, সেটা বুঝতেই নাকাল হয়েছিলেন। তবে কমেন্টে অনেকেই জানিয়েছিলেন যে, একটা বড় বেসবল ব্যাট চালানো মানুষকে অনেকটা হাতুড়ির মতোই দেখতে লাগবে। এই ধরনের বিভ্রমের ধাঁধা সীমার বাইরে গিয়ে ভাবতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের ব্যায়ামও হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ঘিরে থাকলে মেরে ফেলে! ১০ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার উত্তর খুঁজলে আপনি বুদ্ধিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল