ইনস্টাগ্রামের অপটিক্যাল ইলিউশন নামের একটি পেজ থেকে সম্প্রতি এই ব্রেন টিজার বা ধাঁধার খেলাটি শেয়ার করা হয়েছিল। ব্রেন টিজার সংক্রান্ত ছবিতে লেখা রয়েছে, “অলওয়েজ ইন ইউ, সামটাইমস অন ইউ; ইফ আই সারাউন্ড ইউ, আই ক্যান কিল ইউ। হোয়াট অ্যাম আই?”
আরও পড়ুন: প্রাচীন কালেও খেলা হত লুডো! কী কী নামে পরিচিত ছিল এই খেলা, জানলে চমকে যাবেন
advertisement
ধাঁধাটা বেশ কঠিন বলে মনে হতে পারে। কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ধাঁধার সমাধান করতে গিয়ে বেশ মজাই পাচ্ছেন।ফলে কেউ কেউ রীতিমতো মন-প্রাণ লাগিয়ে এই ধাঁধার সমাধান খুঁজে বার করার চেষ্টা করছেন। তো অনেকেই আবার বিষয়টিকে বেশ মজাচ্ছলেই নিচ্ছেন।
এই ধাঁধা সংক্রান্ত পোস্টটির কমেন্ট বাক্সে উপচে পড়েছে নানা মজার মজার উত্তর। আর অপ্রত্যাশিত এই সব উত্তরের মধ্যে অন্যতম হল রক্ত, শয়তান, কোভিডের জেরে ডিপ্রেশন, জীবাণু, খরচ ইত্যাদি।
তাহলে এবার কি উত্তরটা অনুমান করা গেল? যদি এই ধাঁধার সমাধান খুঁজতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে থাকেন, তাহলে চিন্তা নেই। এর সমাধান এখানেই লুকিয়ে রয়েছে। এর সঠিক উত্তর হল জল। আসলে মানব দেহ কিংবা মানব জীবনের একটা তাৎপর্যপূর্ণ অংশ জুড়ে থাকে জল। আর তা আমাদের আশেপাশে নানা রূপেই থাকে। যেমন – আমাদের যখন ঘাম হয়, অথবা আমরা যখন স্নান করি কিংবা আমরা যখন বৃষ্টি ভিজি। এভাবেই জল আমাদের ঘিরে থাকে। আবার সাঁতার কাটার সময়েও জল আমাদের চারপাশে থাকে। তবে সেখানে কিন্তু সমস্যা একটা আছে। সাঁতার না জানলে জলে ডুবে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
এটা তো গেল এই ধাঁধাটার সমাধান। এর আগে ওই পেজে আর একটি ব্রেন টিজার পোস্ট করা হয়েছিল। সেখানে মজা করে বুদ্ধি প্রয়োগ করে একটা হাতুড়িতে মানুষের সঙ্গে তুলনা করা হয়েছিল। যা দেখে আশ্চর্য হয়েছিলেন নেটিজেনরা। তাঁদের মনে তৈরি হয়েছিল এক প্রকার বিভ্রম। অনেকেই আসলটা কোনটা, সেটা বুঝতেই নাকাল হয়েছিলেন। তবে কমেন্টে অনেকেই জানিয়েছিলেন যে, একটা বড় বেসবল ব্যাট চালানো মানুষকে অনেকটা হাতুড়ির মতোই দেখতে লাগবে। এই ধরনের বিভ্রমের ধাঁধা সীমার বাইরে গিয়ে ভাবতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের ব্যায়ামও হয়ে যায়।