TRENDING:

ভাপে,পাতুরি আর নয়, ট্রাই করুন ইলিশের এই রান্নাটি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজারে এখন ইলিশ মাছের ছড়াছড়ি ৷ অন্য মাছে কী আর মন ভরে৷ তাই ইলিশ দিয়েই ট্রাই করতে পারেন নানা নতুন রেসিপি ৷ এবার না হয় ভাপে, পাতুরিকে বাদ দিন ৷ বরং ট্রাই করুন ইলিশ মাছে ডিমের ঝোল !
advertisement

কী কী লাগবে

ইলিশ মাছের ডিম – ১টা মাছের (গোল করে টুকরো করা), ১ কাপ সমপরিমান ডিম

আলু – ৩ টে মাঝারি, আধা ইঞ্চি কিউব করে কাটা

পেঁয়াজ কুচি – ১/২ কাপ

আদা বাটা – ১/২ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ

মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ

advertisement

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে বাটা – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

কাচা লঙ্গা – ৩/৪ টা (ঝাল বেশি চাইলে আরো বেশি)

নুন – পরিমাণমতো

তেল – ২ টেবিল চামচ

ধনে পাতা কুচি – ১ টেবিল চামচ

জল – পরিমানমতো

প্রণালীঃ

মাছের ডিম হালকা ভাবে ধুয়ে ১ ইঞ্চি কিউব করে কেটে নিন। আলু খোসা ফেলে ১/২ ইঞ্চি কিউব করে কেটে নিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন, নাড়তে থাকুন, হালকা বাদামি করে ভাজা হলে এবার ওভেনের আঁচ কমিয়ে সব মশলা ও জল দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার মাছের টুকরো ও ডিম দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে পরিমাণ মতো জল দিন, ঝোল বেশি হলে আবার ভাল লাগবে না। আলুর কাটা টুকরো গুলো দিয়ে দিন। ঢেকে দিন কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। ঝোল ফুটতে শুরু করলে কাঁচা লঙ্কা উপরে ছিটিয়ে দিন। এবার ঝোল মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য তৈরি ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভাপে,পাতুরি আর নয়, ট্রাই করুন ইলিশের এই রান্নাটি