আরও পড়ুনঃ ডার্বি…ডার্বি…..তো করেন, কিন্তু ডার্বির মানে ও ইতিহাস জানেন? জানুন!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমেই ছবিতে কী কী দেখা যাচ্ছে সেটাই দেখে নেওয়া যাক। ছবিটিতে দেখা যাচ্ছে বিশালাকার একটি গাছ। গাছের দুটি বড় শাখার মাঝে যে ফাঁকা স্থান রয়েছে, তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, পিছনে ছোট ছোট টিলার দৃশ্য। গাছের গোড়ার কাছে রয়েছে সবুজ ঝোপঝাড়। আর তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে বড়সড় একটি কুকুর। অথচ এই ছবিটির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বিড়ালও। তাকেই মাত্র ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।
advertisement
যাই হোক, বিড়ালকে খুঁজে বার করার সময় শুরু হচ্ছে এখন থেকে। বলে রাখা ভাল, খুব কম সংখ্যক মানুষই বিড়ালটিকে খুঁজে পেতে সক্ষম হয়েছে। মূলত যাঁদের আইকিউ বেশি, তাঁরাই নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন লুকিয়ে থাকা বিড়ালটিকে। আসলে আজকের এই ছবিটা একটু কৌশলী প্রকৃতির। ফলে সহজেই বিড়ালটিকে খুঁজে পাওয়া যাবে না। সময় তো প্রায় ফুরিয়ে এল, তাহলে পাওয়া গেল কি সেই মার্জারকে? যদি না পাওয়া যায়, তাতেও সমস্যা নেই! সমাধানের জন্য আমরা তো আছিই। গাছের মোটা শাখা দু’টির মাঝ বরাবর লক্ষ্য করলে বোঝা যাবে ওই দুই শাখা থেকে বেরোনো ডাল পালা যেন একটি বিড়ালের অবয়ব তৈরি করেছে। দেখে মনে হবে যে, গাছের মোটা শাখা বেয়ে নেমে আসছে বিড়ালটি!